X
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

আরিয়ার তাণ্ডবে চেন্নাইকে হারালো পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল ২০২৫, ২৩:৪৯আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০০:১৯

প্রিয়ানশ আরিয়া ব্যাট হাতে তাণ্ডব চালালেন। তাতে ২১৯ রানের বড় সংগ্রহ করে পাঞ্জাব কিংস। সেই লক্ষ্য ছুঁতে পারেনি চেন্নাই সুপার কিংস। হেরে গেছে ১৮ রানে।

ইনিংসের প্রথম বলেই খলিল আহমেদকে ছক্কা মেরে ঝড় তোলার আভাস দেন আরিয়া। দ্বিতীয় বলে বোলারের হাত ফসকে জীবন পান তিনি। তবুও সতর্ক হননি আরিয়া। পঞ্চম বলে আরেকটি ছক্কা।

অপর প্রান্ত থেকে ব্যাটাররা একে একে প্যাভিলিয়নে ফিরলেও আরিয়া আক্রমণাত্মক ব্যাটিং থেকে সরে আসেননি। প্রভসিমরান সিং (০), শ্রেয়াস আইয়ার (৯), মার্কাস স্টয়নিস (৪) ও নেহাল ওয়াধেরা (৯) ও গ্লেন ম্যাক্সওয়েল (১) মাঠ ছাড়লেও সপ্তম ওভারে ছক্কা মেরে মাত্র ১৯ বলে ফিফটি মারেন ২৪ বছর বয়সী ব্যাটার।

৮৩ রানে পাঞ্জাব পাঁচ উইকেট হারানোর পর আরিয়া ও শশাঙ্ক সিং ৩৪ বলে ৭১ রানের জুটি গড়েন। আইপিএলে ট্র্যাভিস হেডের সঙ্গে ৩৯ বলে যৌথভাবে চতুর্থ দ্রুততম সেঞ্চুরি করেন আরিয়া। ১৪তম ওভারে তিনি থামেন। ৪২ বল খেলে ৭ চার ও ৯ ছয়ে ১০৩ রান করেন তিনি।

তারপর শশাঙ্ক ও মার্কো ইয়ানসেন একই পথে হেঁটেছেন। ৬৫ রানের শক্ত জুটি গড়েন তারা ৩৮ বল খেলে।

খলিল ও রবিচন্দ্রন অশ্বিন দুটি করে উইকেট নেন।

লক্ষ্যে নেমে শুরুটা মন্দ হয়নি চেন্নাইয়ের। পাওয়ার প্লে শেষ হওয়ার তিন বল পর রাচিন রবীন্দ্রের (৩৬) বিদায়ে ভাঙে ৬১ রানের ওপেনিং জুটি। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (১) বিদায় নিয়ে দলকে বিপদে ফেলেন।

অবশ্য ডেভন কনওয়ে ও শিবম দুবে ৮৯ রানের জুটিতে লড়াইয়ের আভাস দেন। দুবে ২৭ বলে ৪২ রান করে ফেরেন। ১৮তম ওভারে ৬৯ রানে রিটায়ার্ড হার্ট হন কনওয়ে।

শেষ দিকে মহেন্দ্র সিং ধোনির ১২ বলে ২৭ রান ব্যবধান কমায়। তবে শেষ ওভারে ২৮ রানের লক্ষ্য পূরণ করতে পারেনি চেন্নাই। ৫ উইকেটে ২০১ রান করে তারা।  

চেন্নাই এনিয়ে টানা চার ম্যাচ হেরে গেলো। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল তারা। এদিকে আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারের পর জয়ে ফিরেছে পাঞ্জাব। পাঁচ দলের সমান ৬ পয়েন্ট। আর পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ও চেন্নাই যথাক্রমে টেবিলের আট ও নয়ে।

/এফএইচএম/
সম্পর্কিত
হার্নিয়ার কারণে ঝুঁকির মুখে পড়া লেগস্পিনারের ক্যারিয়ার বদলে দিয়েছে বেঙ্গালুরু
ভিগনেশের চোটে কপাল খুললো মুম্বাইয়ের নেট বোলার রাঘুর
ম্যাক্সওয়েলের আইপিএল শেষ
সর্বশেষ খবর
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১১৩৭
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১১৩৭
‘রাজনৈতিক দলগুলোর একমত হওয়া প্রস্তাব সংস্কার করে নির্বাচন দিতে হবে’
‘রাজনৈতিক দলগুলোর একমত হওয়া প্রস্তাব সংস্কার করে নির্বাচন দিতে হবে’
ভয়াবহ দাবানলে ইসরায়েলে ‘জাতীয় জরুরি অবস্থা’
ভয়াবহ দাবানলে ইসরায়েলে ‘জাতীয় জরুরি অবস্থা’
সর্বাধিক পঠিত
এবার রিয়াজ, চঞ্চল ও মামুনুর রশীদসহ হত্যাচেষ্টা মামলার আসামি ১৪ শিল্পী
এবার রিয়াজ, চঞ্চল ও মামুনুর রশীদসহ হত্যাচেষ্টা মামলার আসামি ১৪ শিল্পী
ভূমি মালিকানা ও ব্যবহার আইনের ভবিষ্যৎ অনিশ্চিত, অধরাই রয়েছে ‘ভূমি স্মার্ট কার্ড’
ভূমি মালিকানা ও ব্যবহার আইনের ভবিষ্যৎ অনিশ্চিত, অধরাই রয়েছে ‘ভূমি স্মার্ট কার্ড’
মোহাম্মদপুর-বসিলা সড়কে যানজট নিরসনে নতুন উদ্যোগ
মোহাম্মদপুর-বসিলা সড়কে যানজট নিরসনে নতুন উদ্যোগ
দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চান খুলনার বিএনপির নেতারা
দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চান খুলনার বিএনপির নেতারা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা