আঙুলে চিড় ধরায় গ্লেন ম্যাক্সওয়েল আইপিএল থেকে ছিটকে গেলেন। বুধবার চেন্নাই সুপার কিংসের মাঠে টসের আগে এই ইনজুরির খবর নিশ্চিত করেন তার দল পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। বৃহস্পতিবার পাঞ্জাব এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘আঙুলের চোটে চলতি আইপিএল থেকে ছিটকে গেছেন ম্যাক্সওয়েল। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।’
টসের সময় শ্রেয়াস বলেন, ‘খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে তার আঙুলে চিড় ধরেছে। আমরা এখনই তার স্থলাভিষিক্ত হিসেবে কাউকে নেওয়ার সিদ্ধান্ত নেইনি। কিন্তু আমরা আমাদের দলের মানসিকতা ও একাদশের বাইরে যারা আছে, তাদের নিয়েই শক্তিশালী। আমাদের বৈচিত্রময় খেলোয়াড় আছে যারা ম্যাচ জেতাতে পারে। তাই আমরা তাদের নিয়েই লেগে থাকতে চাই।’
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আগের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চোট পান ম্যাক্সওয়েল। ব্যাটও করেন তিনি।
চলতি আইপিএলে ফর্মে ছিলেন না ম্যাক্সওয়েল। ১১ বছর আগে যে ফ্র্যাঞ্চাইজিতে ৫৫২ রান করে শিরোনামে এসেছিলেন, সেখানে এবার সাত ম্যাচ খেলে করেছেন মাত্র ৪৮ রান।
চেন্নাইয়ের বিপক্ষে ম্যাক্সওয়েলের জায়গায় একাদশে খেলেছেন সুরিয়াংশ শেজ। তার স্থলাভিষিক্ত নিয়ে পাঞ্জাব কোচ পন্টিং বলেছেন, ‘একটা সময়ে আমরা কিছু জায়গা পূরণের জন্য চুক্তি করবো। এজন্য ১২তম ম্যাচ পর্যন্ত আমরা সময় পাচ্ছি। এখনও দুটি ম্যাচ হাতে আছে। আমাদের স্কোয়াডে যারা আছে তাদের মধ্যে থেকে আমরা খোঁজার চেষ্টা করছি।’
পাঞ্জাব পরের দুটি ম্যাচ খেলবে ধর্মশালায়। ৪ মে লখনউ সুপার জায়ান্টস ও ৮ মে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দুটির জন্য পন্টিং বিবেচনায় রেখেছেন আজমতউল্লাহ ওমরজাই, অ্যারন হার্ডি ও জাভিয়ের বার্টলেটকে।