আইপিএল অভিষেকে প্রথম বলেই ছক্কা মেরে শুরু। বৈভব সূর্যবংশী তৃতীয় ম্যাচে করলেন ৩৫ বলে সেঞ্চুরি। বিস্ফোরক এক ইনিংস খেলে মহাতারকা বনে গেছেন তিনি। কিন্তু চতুর্থ ম্যাচেই তাকে মাটিতে নামালেন দীপক চাহার। বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের ২১৭ রান তাড়া করতে নেমে তার ব্যাটের দিকে তাকিয়ে ছিলেন জয়পুরের স্বাগতিক দর্শকরা। কিন্তু রাজস্থান রয়্যালস ওপেনার মাত্র ২ বল খেলে শূন্য হাতে বিদায় নিলেন। ১৪ বছর বয়সী বিস্ময় বালককে আউট করেন চাহার। তারপর আভাস দিলেন, বৈভবের দুর্বলতা তিনি ধরে ফেলেছেন।
গুজরাট টাইটান্সের বিপক্ষে আগের ম্যাচে বৈভবের ঝড় যে কোনও বোলারের জন্য দুশ্চিন্তার কারণ। কিন্তু ওই ইনিংসের চুলচেরা বিশ্লেষণ করে তাকে কীভাবে ঘায়েল করা যায়, সেই পরিকল্পনা করেছিলেন চাহার। অবশ্য দু্র্বলতা কী, সেটা গোপন করেছেন তিনি, ‘গুজরাটের বিপক্ষে দুর্দান্ত একটা ইনিংস খেলেছিল বৈভব। প্রতিটা ব্যাটারের খেলার একটা ধরন থাকে। কোনও জায়গায় সে খুব শক্তিশালী হয়, কোথাও দুর্বল। বোলার হিসাবে আমার দায়িত্ব দুর্বল জায়গাটা খুঁজে বের করা। আমরা সব ব্যাটারের জন্যই সেই পরিকল্পনা করি। কখনও সেটা কাজে লাগে, কখনও লাগে না। এই ম্যাচে কাজে লেগেছে। আমরা জানি বৈভব প্রতিভাবান। আশা করি ভবিষ্যতে ও ভালো খেলবে।’
আগের যে তিনটি ম্যাচ খেলেছেন বৈভব, সেখান থেকে চাহার বুঝতে পেরেছেন, তিনি শুরু থেকেই বড় শট খেলার চেষ্টা করেন। এই কারণে মন্থর বল করেছিলেন মুম্বাই পেসার। সেই ফাঁদে পা দিয়ে আউট হয়েছেন বৈভব। ২১৮ রানের লক্ষ্যে নেমে বৈভবের মতো সবাই ব্যর্থ। ১১৭ রানে শেষ হয়ে যায় রাজস্থান। ১০০ রানে হেরে যায় তারা।