X
বুধবার, ২৮ মে ২০২৫
১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশের ক্রিকেটে সাকিব-অধ্যায় কি শেষ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ মে ২০২৫, ১৮:৫৯আপডেট : ২৬ মে ২০২৫, ১৮:৫৯

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিব আল হাসান কেবল অবসর নিয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাট থেকে। বাকি দুই ফরম্যাটে অবসর না নিলেও তার ক্যারিয়ার শেষ লগ্নেই ছিল। গত বছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে লংগার ভার্সন থেকে বিদায় নেওয়ার কথা ছিল। চলতি বছর শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বিদায় জানাতে চেয়েছিলেন ওয়ানডেকেও। কিন্তু কোনও কিছুই হয়নি। ফলে লম্বা সময় ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে সাকিব।  তবে বোলিং অ্যাকশন শোধরানোর পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে ক্রিকেটে ফিরেছেন তিনি। পিএসএলে ফেরার পর এখন আলোচনা বাংলাদেশের ক্রিকেটে কি ফিরতে পারবেন সাকিব? যদিও দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের সঙ্গে বোর্ডের সম্পর্ক শেষ হয়নি বলেই জানালেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান। 

গত ১ অক্টোবর ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি সাকিবকে।  গত জানুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেছিলেন, শুধু ব্যাটার হিসেবে সাকিবকে দলে রাখার উপযুক্ত মনে করেননি তারা। এরপর গত মার্চে বোলিং অ্যাকশন শুধরে, আবার পরীক্ষা দিয়ে বোলিংয়ের অনুমতি পেয়েছেন। পিএসএল খেলার পর সাকিবকে নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সোমবার   গুলশানে একটি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক ইফতেখার রহমান সাকিবকে নিয়ে কথা বলেছেন।এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘ডেফিনিটলি নট (সম্পর্ক শেষ নয়)। আমাদের যে ম্যানেজমেন্ট আছে, টিম ম্যানেজমেন্ট, টিম সেট আপ… আর সাকিব তো প্রথম টুর্নামেন্ট খেললো অ্যাকশন শোধরানোর পর। সেটা সামনে দেখার ব্যাপার। তবে সে বিশ্বমানের ক্রিকেটার। যে কোনও দলের জন্য সে একটা সম্পদ। আমাদের নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের বিবেচনায় সবসময় থাকে।’

তবে সাকিবকে আরও কিছু ম্যাচ দেখতে চান মিঠু, ‘সাকিব শুধরে যে এলো, এরপর মাত্রই তো দুটি (তিনটি) ম্যাচ খেললো। আরও কয়েকটি ম্যাচ খেলতে দিন, তখন এই প্রশ্নের উত্তর দিতে পারবো।’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্স যাচ্ছেতাই। যদিও বিসিবির এই পরিচালক আশা করছেন, দ্রুতই পারফরম্যান্সের উন্নতি হবে, ‘অ্যালার্মিং তো পরের কথা…। তবে অবশ্যই বাংলাদেশ দলের পারফরম্যান্স একটা বড় ইস্যু জনপ্রিয়তার জন্য। আপনাদের বুঝতে হবে, এই মুহূর্তে আমাদের দলটা নতু্ন। চারজন সিনিয়র ক্রিকেটার (সাকিব, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ) চলে যাওয়ার পর একটা শূন্যতা তৈরি হয়েছে। আমার মনে হয়, প্রতিভা আছে। আগেও বলেছি, অ্যাপ্লিকেশনের অভাব। যত ম্যাচ খেলবে, তারা উন্নতি করবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বিএনপি কার্যালয়ে হামলার অভিযোগে সাকিবের বাবাসহ ৭৯ জনের নামে মামলা
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য সাকিবের
মাঠে ফেরার দিনে সাকিবের ‘গোল্ডেন ডাক’
সর্বশেষ খবর
যেভাবে গ্রেফতার করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে 
যেভাবে গ্রেফতার করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে 
চোরাচালানের জন্য ভারতে প্রবেশের সময় যুবক আটক
চোরাচালানের জন্য ভারতে প্রবেশের সময় যুবক আটক
মামলা না থাকায় সাবেক মন্ত্রীকে ছেড়ে দিয়েছে পুলিশ
মামলা না থাকায় সাবেক মন্ত্রীকে ছেড়ে দিয়েছে পুলিশ
এখনও ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি গত বন্যায় ক্ষতিগ্রস্তরা
নেত্রকোনায় বন্যায় ক্ষয়ক্ষতিএখনও ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি গত বন্যায় ক্ষতিগ্রস্তরা
সর্বাধিক পঠিত
চাকরি হারানোর শঙ্কায় সচিবালয়ের কর্মচারীরা, আন্দোলনের ভাগ্য নির্ধারণ আজ         
চাকরি হারানোর শঙ্কায় সচিবালয়ের কর্মচারীরা, আন্দোলনের ভাগ্য নির্ধারণ আজ         
সৌদি আরব থেকে উট এনে খামারে লালন-পালন, প্রতিটির দাম ৩০-৩২ লাখ
সৌদি আরব থেকে উট এনে খামারে লালন-পালন, প্রতিটির দাম ৩০-৩২ লাখ
একীভূত করা ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান
একীভূত করা ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান
নর্দার্ন বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা
নর্দার্ন বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা
সচিবালয়ে আন্দোলনকারীদের প্রতিহত করতে বাইরে ২ ছাত্র সংগঠনের অবস্থান
সচিবালয়ে আন্দোলনকারীদের প্রতিহত করতে বাইরে ২ ছাত্র সংগঠনের অবস্থান