আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। দুই দলের জন্য ম্যাচটি ছিল প্রথম কোয়ালিফায়ার নিশ্চিতের ম্যাচ। সেই লক্ষ্যে সফল হয়েফে পাঞ্জাব। মুম্বাইয়ের দেওয়া ১৮৫ রান তিন উইকেট হারিয়ে টপকে গেছে তারা। তাতে সর্বোচ্চ ১৯ পয়েন্ট নিয়ে পাঞ্জাব প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে।
ম্যাচ হারলেও মুম্বাইয়ের এলিমিনেটর রাউন্ড নিশ্চিত। তবে ঝুঁকিতে পড়ে গেছে গুজরাট টাইটান্সের প্রথম কোয়ালিফায়ার খেলা। মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ জিতে গেলে তিন নম্বরে নেমে যেতে হবে গুজরাটকে। অন্যদিকে বেঙ্গালুরু চলে যাবে দুই নম্বরে। সেক্ষেত্রে এলিমিনেটর রাউন্ড খেলবে মুম্বাই ও গুজরাট।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্স করে ১৮৪ রান। দলের হয়ে সর্বাধিক ৫৭ রান আসে সূর্যকুমার যাদবের ব্যাট থেকে। এই ইনিংস খেলার পথে তিনি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন। মুম্বাইয়ের হয়ে এক মৌসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন সূর্যকুমার ও শচীন। এই দুই ব্যাটারই একাধিকবার এক মৌসুমে ৫৫০ এর বেশি রান করেছেন। শচীন ২০১০ সালে করেছিলেন ৬১৮ রান, ২০১১ সালে ৫৫৩ রান। সূর্যকুমার ২০২৩ সালে ৬০৫ রান করলেও এবার শচীনের করা ৬১৮ রানকে ছাড়িয়ে গেছেন তিনি।
পাঞ্জাবের হয়ে মার্কো ইয়ানসেন, আরশদীপ সিং ও বিজয় কুমার প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।
১৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে পাঞ্জাব শুরুতে হারায় প্রভসিমরন সিংয়ের (১৩) উইকেট। তবে দ্বিতীয় উইকেটে জশ ইংলিশ ও প্রিয়াংশ আর্য মিলে গড়েন ১০৯ রানের জুটি। ৩৫ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলার পর আউট হন প্রিয়াংশ। এরপর শ্রেয়াস আইয়ারের সঙ্গে ইংলিশের ২৮ রানের জুটি হয়। ৪২ বলে ৪৩ রান করে আউট হন ইংলিশ। আইয়ার ১৬ বলে ২৬ এবং নেহাল ভাদেরা ২ বলে ২ রানে অপরাজিত থেকে ৯ বল আগেই ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ফেলেন।
মুম্বাইয়ের হয়ে মিচেল স্যান্টনার দুটি এবং জসপ্রীত বুমরা নেন একটি উইকেট।