X
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২

পদক জেতার লক্ষ্যে সিঙ্গাপুরে যাচ্ছেন ১১ আর্চার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৫, ১৯:৫৪আপডেট : ১৩ জুন ২০২৫, ১৯:৫৪

সিঙ্গাপুরে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ-২ তে অংশগ্রহণ করবে বাংলাদেশ আর্চার দল। আগামী ১৫ থেকে ২০ জুন হতে যাওয়া এই টুর্নামেন্টে পদক জেতার লক্ষ্য তাদের। ১১ আর্চারসহ ১৪ সদস্য বিশিষ্ট দল শনিবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে।

সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ আর্চার আব্দুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা, রাকিব মিয়া, সাগর ইসলাম, রিকার্ভ মহিলা আর্চার মনিরা আক্তার, কম্পাউন্ড পুরুষ আর্চার হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব, সোহেল রানা এবং কম্পাউন্ড মহিলা আর্চার বন্যা আক্তার, পুষ্পিতা জামান ও কুলসুম আক্তার মনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই দলের অন্য সদস্যরা হলেন টিম ম্যানেজার মার্টিন ফ্রেডরিক, প্রশিক্ষক মোহাম্মদ হাসান ও রিনা চাকমা।

জার্মানির কোচ ফ্রেডরিক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সিঙ্গাপুরে আমরা পদক জিততে চাই। অন্তত দুইবার পোডিয়ামে উঠতে পারলে ভালো লাগবে। এর মানে স্বর্ণপদকের জন্য। আর্চাররা অনুশীলনে ভালো করেছে। এখন ওখানে ভালো করতে পারলেই হলো।’

তিনি আরও যোগ করেন, ‘গতবার ইরাকে দুটি রুপা ও ব্রোঞ্জ জিতেছিলাম। এবার এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। কোনও কিছুই অসম্ভব নয়। আমাদের ওপর আস্থা রাখতে পারেন। আমরা পদকের জন্য খেলতে যাচ্ছি।’

দিয়া সিদ্দিকী নেই।  আমেরিকাতে পাড়ি জমিয়েছেন। তাই বিশ্বকাপে নারী রিকার্ভ আর্চার কেউ ছিলেন না। এবার এশিয়া কাপেও নেই দলগত বিভাগে। নারী রিকার্ভ আর্চারের সংকট প্রসঙ্গে ফ্রেডরিক বলেছেন, ‘দিয়ার শূন্যতা এখনও পূরণ হয়নি। এটি সত্য ও বাস্তব। শিমু, ইতি নভেম্বরে এশিয়ান চ্যাম্পিয়নশিপের আগেই তৈরি হবে। এখন নারী রিকার্ভে যারা রয়েছে, তারা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার অবস্থানে নেই।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জাতি বৈচিত্র্য ইনস্টিটিউট অধ্যাদেশ’ বাতিলের দাবিতে মানববন্ধন
‘জাতি বৈচিত্র্য ইনস্টিটিউট অধ্যাদেশ’ বাতিলের দাবিতে মানববন্ধন
সম্পর্ক জটিলতার গল্পে শামীম-সামান্তা জুটি
সম্পর্ক জটিলতার গল্পে শামীম-সামান্তা জুটি
রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
১৮ মাসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে দেড় লাখ রোহিঙ্গা: ইউএনএইচসিআর
১৮ মাসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে দেড় লাখ রোহিঙ্গা: ইউএনএইচসিআর
সর্বাধিক পঠিত
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার
অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার
‘আমার ও মোহামেডানের মধ্যে আর কোনও সম্পর্ক নেই’
‘আমার ও মোহামেডানের মধ্যে আর কোনও সম্পর্ক নেই’
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
১৮ বিচারককে অবসরে পাঠালো সরকার
১৮ বিচারককে অবসরে পাঠালো সরকার