X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

জমকালো আয়োজনে বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০১৮, ২১:১৪আপডেট : ১৭ জুলাই ২০১৮, ০১:৫৯

ছাদখোলা বাসে আনন্দে মাতলেন দেশমের শিষ্যরা বিশ্ব চ্যাম্পিয়নরা আসছে, প্যারিসে তাই সাজ সাজ রব। চারদিক শুধু লাল-সাদা-নীল রঙয়ের ছড়াছড়ি। উচ্ছ্বসিত জনসমুদ্রের ঢেউ সকাল থেকে জানান দিচ্ছিল বিশ্ব জয়ের আনন্দে মাতোয়ারা পুরো ফ্রান্স। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিকাল ৫টায় প্যারিসে পা রাখল বিশ্ব জয় করা ফ্রান্সের ফুটবল দল। তাদের জন্য চ্যাম্পস-এলিসিস অ্যাভিনিউতে অপেক্ষা করছিল প্রায় ৫ লাখ ভক্ত।

ভক্তদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত বিশ্ব চ্যাম্পিয়নরা দিদিয়ের দেশমের দলকে মস্কো থেকে নিয়ে আসা বিমান এয়ারফ্রান্স চার্লস দি গলে বিমানবন্দরে অবতরণ করতেই তাদের বরণ করে নিতে তাড়া দেখা গেল অভ্যর্থনাকারীদের। ফুটবলারদের জন্য বিছানো হলো লাল গালিচা। বিমানের দরজা খুলতে সবার আগে ট্রফি নিয়ে বের হলেন ফ্রান্সের অধিনায়ক উগো লরি, পাশেই ছিলেন কোচ দিদিয়ের দেশম। একে একে আন্তোয়ান গ্রিয়েজমান, কাইলিয়ান এমবাপে, পল পগবারা নামলেন বিমান থেকে। লাল গালিচা সংবর্ধনা শেষে ‘বিশ্ব চ্যাম্পিয়ন’ লিখা বাসে চড়লেন বিশ্ব জয়ী দল।

প্যারিসের আকাশে জেট বিমানের বর্ণিল আয়োজন খানিক্ষণ বিশ্রাম নিয়ে তারপর ছাদখোলা বাসে চড়লেন। গায়ে সাদা টি শার্ট, মাথায় বাধলেন কাপড়। যেখানে লেখা ‘বিশ্ব চ্যাম্পিয়ন’। তাদের গন্তব্য চ্যাম্পস-এলিসিস অ্যাভিনিউ।

দেশটির প্রেসিডেন্টের বিশেষ আমন্ত্রণ গ্রহণ করার আগে সারাটি পথ ভক্ত-সমর্থকদের আনন্দঘন সময়ের অংশীদার হলেন ‘লে ব্লুস’। রাস্তার পাশে দাঁড়ানো সবার মুখে একই শ্লোগান, ‘আমরা চ্যাম্পিয়ন’।

প্রেসিডেন্সিয়াল প্যালেসে অভ্যর্থনা জানানো হয় ফ্রান্স ফুটবল দলকে একই সঙ্গে আকাশ চষে বেড়াল জেট বিমান, জাতীয় পতাকার লাল-সাদা-নীল রঙ ছড়ালো তারা আকাশজুড়ে। মাথার উপর এমন বর্ণিল আয়োজন দেখে ভক্ত-সমর্থকদের আনন্দ আরও বেড়ে যায় দ্বিগুণ। আর ছাদখোলা বাসে তো খেলোয়াড়দের লাফালাফি, খালি গলায় গান-বাজনা ছিলই।

প্রেসিডেন্সিয়াল প্যালেসে প্রেসিডেন্ট ম্যাক্রনের সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন দল বিজয় প্যারেড শেষে গ্রিয়েজমান-এমবাপেদের নিয়ে বাস পৌঁছায় প্রেসিডেন্সিয়াল প্যালেসে। সেখানে তাদের আমন্ত্রণ জানাতে অপেক্ষা করছিলেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন ও তার স্ত্রী। সেখানে দেশমদের লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তারপর সবাই একসঙ্গে জাতীয় সঙ্গীত গেয়ে উদযাপন করেন। প্যালেসের বাগানে দাঁড়িয়ে উচ্ছ্বসিত ম্যাক্রন খেলোয়াড়দের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন, ‘আমাদের গর্বিত করার জন্য ধন্যবাদ। কখনও ভুলে যাবেন না আপনারা কোথায় থেকে এসেছেন: ফ্রান্সের সব ক্লাব আপনাদের প্রশিক্ষণ দিয়েছে।’

প্রেসিডেন্টের শুভেচ্ছা বাণী শেষে পগবা-গ্রিয়েজমানরা করেন ফটোসেশন। সেখানে উপস্থিত হাজার হাজার ভক্তদের বিভিন্ন আবদারও মেটান তারা সবাই।

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি