X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

মাস্ক ছাড়া চুল কাটানোয় শাস্তি, মানতে পারছেন না সানচো

স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২০, ১১:৩৮আপডেট : ০৬ জুন ২০২০, ১১:৪৭

বরুসিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ড জেডন সানচো ইউরোপিয়ান ফুটবলে সবার আগে খেলা শুরু করেছে জার্মানি। বুন্দেসলিগা শুরু হলেও সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে দেশটিতে কড়াকড়ি ভীষণ। নিয়ম ভাঙলে আছে কঠোর শাস্তির ব্যবস্থা। সেটাতেই ‘ফেঁসে’ গেছেন বরুসিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ড জেডন সানচো। নাপিতের কাছে চুল কাটার সময় মুখে মাস্ক না থাকায় তাকে শাস্তি দিয়েছে জার্মান ফুটবল লিগ (ডিএফএল)। ‍কিন্তু সানচোর কাছে শাস্তির ‘পুরোটাই রসিকতা’।

সামাজিক দূরত্ব বজায় রাখাতে বিধি-নিষেধ থাকলেও নাপিতের কাছে চুল কাটাতে কোনও সমস্যা নেই। কিন্তু মাস্ক না পরায় তৈরি হয়েছে যত ঝামেলা। সানচো ও তার ডর্টমুন্ড সতীর্থ মানুয়েল আকানজির মাস্কা ছাড়া চুল কাটানোর ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই তাদের শাস্তি দিয়েছে ডিএফএল। ছবিতে দেখা গেছে, ডর্টমুন্ডের দুই খেলোয়াড় মাস্ক না পরেই নাপিতের কাছে চুল কাটছেন।

ডর্টমুন্ডের আরও চার ফুটবলার একইভাবে চুল কাটিয়েছেন নাপিতের কাছে। যদিও প্রমাণের অভাবে তাদের কোনও শাস্তি হয়নি। কারণ তাদের মাস্ক ছাড়া চুল কাটানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়নি।

জার্মান ফুটবল লিগ সানচো ও আকানজির জরিমানার বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কতটা জরিমানা করা হয়েছে, সেটা জানায়নি। ডর্টমুন্ডও জরিমানার বিষয়ে নিশ্চিত করেনি কিছু। শাস্তির বিরুদ্ধে আগামী পাঁচ দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন দুই খেলোয়াড়।

আপিলের আগেই সানচো স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, ডিএফএলের দেওয়া শাস্তিতে কতটা বিরক্ত তিনি। তার কাছে জরিমানা ‘হাস্যকর’ ছাড়া কিছুই নয়। নিজের টুইটার অ্যাকাউন্টে ইংলিশ তারকা লিখেছেন, ‘পুরোপুরি হাস্যকর ডিএফএল!’।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি