X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

ম্যান সিটি ম্যাচের আগে করোনা থাবা বসায় আর্সেনালে

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২০, ২৩:০১আপডেট : ২২ জুন ২০২০, ২৩:০২

ম্যান সিটি ম্যাচের আগে করোনা থাবা বসায় আর্সেনালে ১৭ জুন প্রিমিয়ার লিগ ফিরেছে মাঠে। করোনাভাইরাস পরবর্তী খেলা শুরুর দিনেই মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি-আর্সেনাল। ইতিহাদ স্টেডিয়ামের ম্যাচটির আগে কোভিড-১৯ রোগ ধরা পড়েছিল আর্সেনালের এক খেলোয়াড়ের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিসিবির খবর, খেলোয়াড়ের নাম জানা না গেলেও আক্রান্ত খেলোয়াড়ের সঙ্গে আরও দুজনকে আইসোলেশেনে পাঠানো হয়েছে।

তিন মাস পর মাঠে ফেরে আর্সেনাল। ফেরাটা অবশ্য সুখকর হয়নি, ইতিহাদের ম্যাচটি হারে ৩-০ গোলে। দাভিদ লুইজের লাল কার্ড ও শিশুসুলভ ভুলে কঠিন একটি ম্যাচ কেটেছে গানারদের। সেই ধাক্কা কাটিয়ে ওঠার প্রস্তুতিতে তিনজন খেলোয়াড় অনুপস্থিত।

দ্য অ্যাথলেটিক ডটকম নামের এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির খবর, ম্যান সিটি ম্যাচের আগে আর্সেনালে করোনায় আক্রান্ত হয়েছেন একজন, কিন্তু ওই খেলোয়াড়ের কাছাকাছি থাকায় আরও দুজনকে আইসোলশনে রাখা হয়েছে।

আর্সেনাল অবশ্য আক্রান্ত কিংবা অন্য দুই খেলোয়াড়ের নাম জানায়নি। প্রিমিয়ার লিগের প্রোটোকল মেনে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এখন। এই তিনজনের করোনা পরীক্ষা ‘নেগেটিভ’ আসায় ম্যান সিটি ম্যাচের আগে অনুশীলনের অনুমতি মিলেছিল। কিন্তু পরে করোনা ধরা পড়ে একজনের।

গত মার্চে করোনা ধরা পড়েছিল আর্সেনাল কোচ মিকেল আর্তেতার। সাবেক এই মিডফিল্ডার করোনা জয় করে প্রথমবার ডাগআউটে দাঁড়ানোর আগেই পেয়েছিলেন দলে করোনার থাবা বসানোর দুঃসংবাদ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ফিল্ম সংকটএক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল