X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

নতুন মৌসুমে বিদেশিদের চায় না ক্লাবগুলো!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৪

বিদেশি ফুটবলারদের এই উৎসব নাও দেখা যেতে পারে নতুন মৌসুমে দেশের ঘরোয়া ফুটবলে কলিনদ্রেস-বার্কোসের মতো উঁচু মানের বিদেশি খেলোয়াড়ের ঝলক দেখা গেছে। এছাড়া সানডে-বেলফোর্ট-দিয়াবাতের মতো অন্য বিদেশিদের পারফরম্যান্সও খারাপ ছিল না। কিন্তু আসছে নতুন মৌসুমে বিদেশি খেলোয়াড়দের নাও দেখা যেতে পারে! বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে অনেক ক্লাবই বিদেশি ফুটবলার চাইছে না। নতুন মৌসুমে শুধুমাত্র স্থানীয়দের নিয়েই খেলতে চায় তারা। আজ (মঙ্গলবার) বাফুফের লিগ কমিটির সভায় এমন প্রস্তাবনা দিয়েছে অধিকাংশ ক্লাব।

নানান কারণে এবার বিদেশি খেলোয়াড় না খেলানোর পক্ষে ক্লাবগুলো। অর্থনৈতিক সমস্যা তো আছেই, এছাড়া কোভিডের কারণে খেলোয়াড়দের ঠিকভাবে ঢাকায় আনাটাও ঝামেলা মনে করছে অনেক ক্লাব।

আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অনেক ক্লাবই চায় না বিদেশি খেলোয়াড় আসুক। এমনিতেই অনেকে গতবার খেলে যাওয়া বিদেশি খেলোয়াড়দের ঠিকমতো বিদায় করতে পারেনি। ফ্লাইট জটিলতা তো আছেই। অর্থনৈতিক সমস্যাও বড় কারণ। সামনের দিকে কোভিড পরিস্থিতি কী হয়, সেটাও দেখার আছে। তাই অনেক ক্লাব বিদেশি ছাড়া লিগ খেলার প্রস্তাব দিয়েছে।’

তবে বিদেশি ছাড়া কিংবা নিয়ে, যাইহোক না কেন, ‍আবহনীর খেলতে কোনও আপত্তি নেই। রুপুর বক্তব্য, ‘লিগ কমিটি যে সিদ্ধান্ত দেবে আমরা তাতে রাজি আছি। বিদেশি ছাড়া খেলতে কোনও সমস্যা নেই। আবার বিদেশি খেলোয়াড় নিয়েও আমরা মাঠে নামতে রাজি আছি। তবে সব ক্লাবের জন্য যা ভালো হবে সেটা হলেই ভালো হয়। সবার সমন্বয়ে আমরা ফুটবল মাঠে ফেরাতে চাই। এছাড়া সামনের দিকে কোভিড পরিস্থিতি কেমন হয় তা তো আমরা জানি না।’

সবশেষ লিগে পাঁচজন বিদেশি খেলোয়াড় নিবন্ধন হয়েছিল। একাদশে খেলেছেন চারজন। এর মধ্যে একজনকে খেলতে হয়েছে এশিয়ান কোটায়।

রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ হামিদ সবুজ আগেই বলে রেখেছেন, ‘আমরা বিদেশি খেলোয়াড় ছাড়াই খেলতে চাই। বিদেশি খেলোয়াড় যত কম হবে ততই আমাদের জন্য ভালো।’

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ম্যানেজার আরিফুল ইসলাম অবশ্য পুরোপুরি ‘বিদেশি মুক্ত’ লিগ চাইছেন না, ‘পুরোপুরি বিদেশি মুক্ত হলে কীভাবে লিগ হবে। আমি মনে করি বিদেশি খেলোয়াড় কিছুটা কমানো হোক।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের