X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বার্সেলোনা ছেড়ে ইন্টার মিলানে ভিদাল

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৭

ইন্টার মিলানে যোগ দিয়েছেন আর্তুরো ভিদাল সব ঠিকঠাকই ছিল, অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সেটাও এসে গেলো। বার্সেলোনা ছেড়ে ইন্টার মিলানে যোগ দিয়েছেন আর্তুরো ভিদাল। ‍ন্যু ক্যাম্পের দুই বছরের অধ্যায় শেষে ইতালিয়ান ফুটবলে নতুন চ্যালেঞ্জের খোঁজে চিলিয়ান মিডফিল্ডার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মিলানের ক্লাবটি।

ইতালিয়ান ক্লাবটি অবশ্য তার দলবদলের অঙ্ক ও চুক্তির সময়সীমা প্রকাশ করেনি। তবে ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকমের খবর, ১ মিলিয়ন ইউরোতে ২০২২ সাল পর্যন্ত ইন্টারের সঙ্গে চুক্তি করেছেন ভিদাল। তবে চাইলে ‍চুক্তির সময় বাড়ানোর সুযোগ আছে শর্তে। চুক্তি অনুযায়ী, বছরে ৬ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাবেন সদ্যই সাবেক হওয়া বার্সেলোনা মিডফিল্ডার। এখন তিনি আন্তোনিও কন্তের দলের জার্সিতে জুভেন্টাসের কাছ থেকে সিরি ‘আ’ শিরোপা পুনরুদ্ধারের চেষ্টায় নামবেন।

ভিদালের যোগ দেওয়ার বিষয়টি ইন্টার নিশ্চিত করেছে এভাবে, ‘আনুষ্ঠানিকভাবে আর্তুরো ভিদাল এখন ইন্টার মিলানের খেলোয়াড়। বার্সেলোনা থেকে স্থায়ী চুক্তিতে ইন্টার মিলানে যোগ দিলেন চিলিয়ান মিডফিল্ডার। ইন্টার মিলানে স্বাগতম, আর্তুরো।’

পাঁচ বছর পর আবার ইতালিয়ান ফুটবলে ফিরলেন ভিদাল। ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত তিনি সাফল্যময় সময় পার করেছেন জুভেন্টাসে। তুরিন থেকে চলে গিয়েছিলেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে। ২০১৮ সালের গ্রীষ্মে ২০ মিলিয়ন ইউরোতে আলিয়েঞ্জ আরেনায় থেকে তিনি নাম লেখান বার্সেলোনায়। ন্যু ক্যাম্পে সাফল্যময় দুটি বছর কাটিয়ে ৩৩ বছর বয়সী মিডফিল্ডার পাড়ি জমালেন ইন্টারে।

ইতালিয়ান ক্লাব থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই তাকে বিদায় জানিয়েছিলেন মেসি। ইনস্টাগ্রাম পোস্টে বার্সেলোনা অধিনায়ক লিখেছেন, ‘একে অন্যের মুখোমুখি হওয়ার সময় কেবল তোমাকে চিনতাম আমি এবং সবসময় তোমাকে বিস্ময়কর লেগেছে। এরপর সৌভাগ্যক্রমে যখন তোমাকে ব্যক্তিগতভাবে জানার সুযোগ হলো আমার, তখন তুমি আমাকে আরও অবাক করলে।’

পোস্টের পরের অংশে মেসি লিখেছেন, ‘দুই বছরে তোমার ‍সঙ্গে অনেক কিছু ভাগাভাগি করেছি এবং তুমি তোমার একটা ছাপ ফেলে দিয়েছো। ড্রেসিং রুম তোমাকে মিস করবে আর্তুরো। তোমার নতুন সময় ও নতুন ক্লাবের জন্য শুভকামনা থাকলো। আমাদের আবার দেখা হবে নিশ্চিত।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রদলের কর্মসূচিতে সব শিক্ষক-শিক্ষার্থীকে থাকতে অধ্যক্ষের নোটিশ, চলছে সমালোচনা
ছাত্রদলের কর্মসূচিতে সব শিক্ষক-শিক্ষার্থীকে থাকতে অধ্যক্ষের নোটিশ, চলছে সমালোচনা
বিশ্বকাপে চোখ রেখে শ্রীলঙ্কা সিরিজে খেলবে বাংলাদেশ
বিশ্বকাপে চোখ রেখে শ্রীলঙ্কা সিরিজে খেলবে বাংলাদেশ
মগবাজারে হোটেলে একই পরিবারের তিন জনের মৃত্যু: কেয়ারটেকার গ্রেফতার
মগবাজারে হোটেলে একই পরিবারের তিন জনের মৃত্যু: কেয়ারটেকার গ্রেফতার
টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক
টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল