X
শনিবার, ০১ এপ্রিল ২০২৩
১৮ চৈত্র ১৪২৯

১০ জনের শেখ রাসেলকে হারাতে পারেনি আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২২, ১৮:১৯আপডেট : ১২ মে ২০২২, ১৮:২৪

আগে গোল করে ৩ পয়েন্টের স্বপ্ন দেখছিল আবাহনী লিমিটেড। ম্যাচে লিড ধরে রেখেছিল অনেক সময়। কিন্তু অন্তিম মুহূর্তে এসে তাদের হতাশ করে শেখ রাসেল ম্যাচে সমতায় ফেরায়। তারা ১০ জনের দল নিয়েও রুখে দিয়েছে আকাশি-নীল জার্সিধারীদের। প্রিমিয়ার লিগের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের ড্রতে।

আজ (বৃহস্পতিবার) সিলেট জেলা স্টেডিয়ামে প্রথমার্ধের বড় অংশ জুড়ে আবাহনী ভালো খেলার চেষ্টা করেছে। ২১ মিনিটে রাকিব হোসেনের ক্রসে নাবীব নেওয়াজ জীবন বক্সের ভেতর থেকেও লক্ষ্যে শট নিতে পারেননি। চার মিনিট পর রাফায়েল অগাস্তোর পাসে সতীর্থ একজনের বাঁ পায়ের জোরালো শট গোলকিপার প্রতিহত করার পর ক্রসবার হতাশ করে আবাহনী সমর্থকদের।

৩৪ মিনিটে আবাহনীকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অগাস্তোর পাসে মেহেদী হাসান রয়েল বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান।

এক গোলে পিছিয়ে থেকে শেখ রাসেল সমতায় ফেরার চেষ্টা করতে থাকে। ৩৯ মিনিটে ইসমাইল আকিদনাদের ক্রস গোলকিপার সোহেলের হাতে লেগে পোস্ট ছুঁয়ে যায়। প্রথমার্ধের শেষ দিকে তাদের একটি প্রচেষ্টা গোলকিপার সোহেল এগিয়ে আসলেও পোস্টের বাইরে দিয়ে যায়।

বিরতির পরও শেখ রাসেলের আক্রমণ অব্যাহত থাকে। ৪৬ মিনিটে শেখ রাসেলের ইসমাইর আকিনাদের বক্সের ভেতরে থেকে নেওয়া শট গোলকিপার সোহেল প্রতিহত করেন।

৫১ মিনিটে নাসিরউদ্দিনের হেড বাইরে দিয়ে চলে গেলে সমতায় ফেরা হয়নি।

৮০ মিনিটে শেখ রাসেলের দুর্ভাগ্য। মানিক হোসেন মোল্লা ট্যাকল করতে দিয়ে ফেলে দেন দানিয়েল কলিনদ্রেসকে। রেফারি লাল কার্ড দেখান এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে। ১০ জন নিয়ে ব্যাকফুটে তখন জুলফিকার মাহমুদ মিন্টুর দল। এই সুযোগে দোরিয়ল্তন-রাফায়েলরা আক্রমণ হেনেও ব্যবধান বাড়াতে পারেনি।

বরং যোগ করা সময়ের শেষ মিনিটে কর্নার থেকে দীপক রায়ের গোলে আবাহনী থেকে ১ পয়েন্ট ছিনিয়ে নিয়েছে শেখ রাসেল।

আবাহনী ১৫ ম্যাচে পঞ্চম ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। শেখ রাসেল সমান ম্যাচে ষষ্ঠ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
প্রথম ম্যাচেই বিজয়ের সেঞ্চুরি, জয় পেয়েছে আবাহনী
ব্রাজিলিয়ানের জায়গায় নাইজেরিয়ান স্ট্রাইকার নিলো আবাহনী
খেলাধুলার মান বাড়াতে আবাহনী প্রতিষ্ঠা করেন শেখ কামাল: সালমান এফ রহমান
সর্বশেষ খবর
সঠিক ব্যবস্থা গ্রহণে প্রেস কাউন্সিল আইনের পরিবর্তন দরকার: চেয়ারম্যান
সঠিক ব্যবস্থা গ্রহণে প্রেস কাউন্সিল আইনের পরিবর্তন দরকার: চেয়ারম্যান
নেদারল্যান্ডসের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ
নেদারল্যান্ডসের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ
ডিবি কার্যালয়ে হিরো আলম
ডিবি কার্যালয়ে হিরো আলম
ইউরোপে ফাহাদের নতুন চ্যালেঞ্জ
ইউরোপে ফাহাদের নতুন চ্যালেঞ্জ
সর্বাধিক পঠিত
চাকরি জীবনের প্রথম কাজে আসিফ পাস!
চাকরি জীবনের প্রথম কাজে আসিফ পাস!
প্রথম আলোর বিতর্কিত প্রতিবেদনটি মহান স্বাধীনতাকে হেয় করার শামিল: এডিটরস গিল্ড
প্রথম আলোর বিতর্কিত প্রতিবেদনটি মহান স্বাধীনতাকে হেয় করার শামিল: এডিটরস গিল্ড
২২০ টাকায় মুরগি বিক্রি করায় জরিমানা, অভিযান দেখে পালালেন ব্যবসায়ীরা
২২০ টাকায় মুরগি বিক্রি করায় জরিমানা, অভিযান দেখে পালালেন ব্যবসায়ীরা
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি
ঢাবির ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডার শিক্ষার্থী অঙ্কিতার গল্প
ঢাবির ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডার শিক্ষার্থী অঙ্কিতার গল্প