X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রোমাঞ্চকর লড়াইয়ে আবাহনীকে হারালো বসুন্ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২২, ১৮:২৭আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৮:৪১

দুই জায়ান্টের লড়াইয়ে পরতে পরতে উত্তেজনা। একপর্যায়ে বলের দখল নিয়ে হাতাহাতিও হলো। প্রথমার্ধে পিছিয়ে পড়ে আবাহনী লিমিটেড দারুণভাবে ম্যাচে ফিরে এলো। তবে বিরতির পর বদলি নেমে ব্রাজিলিয়ান রবিনিয়ো ঝলক দেখালেন। তাতেই মারিও লেমসের দলের সর্বনাশ! ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জোড়ায় বসুন্ধরা কিংস তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে হারিয়েছে আবাহনীকে।

প্রিমিয়ার লিগ ফুটবলে দুই দলের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ নির্ধারণ হয়েছিল আগেই। তবে ‘সম্মানের লড়াইয়ে’ ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা। ‘কেউ কাউকে নাহি ছাড়ি’ অবস্থা। আজ (সোমবার) বসুন্ধরা কিংস অ্যারেনাতে শুরু থেকে ছিল উত্তেজনার ঝাঁঝ। আক্রমণ-প্রতিআক্রমণ নির্ভর ফুটবল উপহার দিয়েছে দল দুটি।

ম্যাচ ঘড়ির দ্বিতীয় মিনিটে আবাহনী এগিয়ে যেতে পারতো। লং পাস থেকে দানিয়েল কলিনদ্রেস বক্সে ঢুকে জোরালো শট নিলেও গোলকিপার জিকো কর্নারের বিনিময়ে ফিরিয়ে দিয়ে গোল হতে দেননি।

১৭ মিনিটে দুই দলের মধ্যে বেশ উত্তেজনা দেখা দেয়। আবাহনীর মিলাদ শেখের ট্যাকলে মাটিতে পড়ে যান মিগেল ফিগেইরা। এ নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতিও হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মারিও লেমসসহ অন্যরা চেষ্টা করতে থাকেন। দুই দলের দুজনকে হলুদ কার্ড দেখানোর পর খেলা ফের শুরু হয়।

শুরুর পরই ২০ মিনিটে বসুন্ধরা কিংস এগিয়ে যায়। মিগেলের ফ্রি কিক থেকে নুহা মারং আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন। বল গোলকিপার শহিদুল আলম সোহেলের হাত ছুঁয়ে জড়িয়ে যায় জালে।

৩০ মিনিটে নুহা মারং ব্যবধান দ্বিগুণ করতে পারেননি। বক্সে ঢুকে এই গাম্বিয়ান স্ট্রাইকার শট নিলেও গোলকিপার পা দিয়ে প্রতিহত করেন। এক গোলে পিছিয়ে থেকে আবাহনী ম্যাচে ফেরার সুযোগ খুঁজতে থাকে।

৩৬ মিনিটে নুরুল নাইম ফয়সালের কর্নারে দোরিয়েল্তনের হেড গোলকিপার তালুবন্দি করেন। তবে ৪৫ মিনিটে আবাহনী সমর্থকদের মুখে হাসি। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে নিখুঁত পাস দেন দোরিয়েল্তন, রাকিব ডান প্রান্ত দিয়ে বল পেয়ে কোনাকুনি জোরালো শটে আনিসুর রহমান জিকোকে পরাস্ত করেন।

বিরতির পর উত্তেজনা আরও বাড়ে। ব্রাজিলিয়ান রবিনিয়ো মাঠে নেমে একের পর এক ঝঁলক দেখাতে থাকে। বিপরীতে দোরিয়েল্তন-কলিনদ্রেসরা ভালো সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি।

৫৯ মিনিটে নুরুল নাইম ফয়সালের ক্রসে দোরিয়েল্তনের হেড ক্রসবারের ওপর দিয়ে যায়। ৬৭ মিনিটে কলিনদ্রেসের পাসে দোরিয়েল্তনের শট দূরের পোস্ট দিয়ে যায়। তিন মিনিট পর কলিনদ্রেসের কর্নারে দোরিয়েল্তনের হেড পোস্টে ঢোকার মুহূর্তে জিকো প্রতিহত করেন।

৭২ মিনিটে বসুন্ধরা এগিয়ে যায়। মিগেল ফেরেইরার পাসে রবিনিয়ো ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে জাল কাঁপান।

৮৩ মিনিটে কলিনদ্রেসের কর্নারে দোরিয়েল্তনের হেড পোস্টে লেগে ফিরে আসলে আফসোসে পুড়তে হয়েছে আবাহনীকে। যোগ করা সময়ে আরও ২ গোল হয়েছে। শুরুতে প্রতিআক্রমণ থেকে রিমনের পাসে রবিনিয়ো গোলকিপারকে একা পেয়ে চিপে লক্ষ্যভেদ করে স্কোরলাইন ৩-১ করেন।

যোগ করা সময়ের শেষ মুহূর্তে মাশুক মিয়া জনির হাতে বল লাগলে পেনাল্টি পায় আবাহনী। এ নিয়ে প্রতিবাদ জানালেও রেফারি সিদ্ধান্ত বদলাননি। রাফায়েল অগাস্তোর প্রথম প্রচেষ্টা গোলকিপার জিকো ফিরিয়ে দিলেও পরের প্রচেষ্টায় ঠিকই গোল পেয়েছেন এই ব্রাজিলিয়ান। তাতে ব্যবধান কমলেও হার এড়াতে পারেনি ছয়বারের চ্যাম্পিয়নরা।

এ মৌসুমে দুই দল তিনবার মুখোমুখি হলো। স্বাধীনতা কাপে আবাহনী ৩-০ গোলে জিতেছিল। প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ২-২ গোলে ড্রয়ের পর এবার জয়ের দেখা পেলো বসুন্ধরা কিংস।

২১ ম্যাচে ১৮তম জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে তৃতীয় হারে আগের ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী।

/টিএ/কেআর/
সম্পর্কিত
শান্তর সেঞ্চুরিতে গাজীকে উড়িয়ে দিলো আবাহনী
তামিমদের উড়িয়ে সুপার লিগে দারুণ শুরু আবাহনীর
শরিফুলের গতিতে উড়ে গেলো শেখ জামাল
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ