X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

গুঞ্জন নয়, সত্যিই রিয়াল ছাড়তে চান কাসেমিরো

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২২, ১৯:০৬আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৯:২০

হঠাৎই ইউরোপিয়ান ফুটবলে গুঞ্জন- রিয়াল মাদ্রিদ ছাড়তে চান কাসেমিরো। সান্তিয়াগো বার্নাব্যুতে দারুণ সময় কাটানো এই মিডফিল্ডার কেন মাদ্রিদ ছাড়তে চাইবেন, এই আলোচনাও ওঠে সমান্তরালে। গুঞ্জনের ডালপালা ছড়াতে থাকে। ব্রাজিলিয়ান তারকার সম্ভাব্য গন্তব্য হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের নামও উচ্চারিত হয়। আসলে যে গুঞ্জন নয়, সত্যিই কাসেমিরো রিয়াল ছাড়তে চান, সেটি নিশ্চিত করে দিলেন মাদ্রিদের ক্লাবটির কোচ কার্লো আনচেলোত্তি।

আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে ইতালিয়ান কোচ নিশ্চিত করেছেন, রিয়াল ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন কাসেমিরো। ব্রাজিলিয়ান মিডফিল্ডার কোথায় যেতে চান, সেটি স্পষ্ট না করলেও আলোচনায় থাকা ম্যান ইউয়ে জোর দিয়েই কাসেমিরোর বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন আনচেলোত্তি।

কাসেমিরোর ক্লাব ছাড়া প্রসঙ্গে ইতালিয়ান কোচের বক্তব্য, ‘আমি কাসেমিরোর সঙ্গে কথা বলেছি। সে নতুন চ্যালেঞ্জ নিতে চায়। আমরা তার সিদ্ধান্তটা বুঝতে পারছি। রিয়াল মাদ্রিদের সবাই তাকে সম্মান করে। যখন সে বলেছে নতুন চ্যালেঞ্জের কথা, আমরা সবাই তাকে বুঝতে পেরেছি। আমরা পরিপূর্ণ সম্মানের সঙ্গে তার বিষয়টি গ্রহণ করেছি।’

রিয়াল মাদ্রিদে সাফল্যের বৃষ্টিতে ভিজেছেন কাসেমিরো। সাদা জার্সিতে জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়নস লিগ। এরপরও কেন ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি? আনচেলোত্তি ব্যাপারটি খুব ভালোভাবে বুঝতে পারছেন। নিজেরও যে এই অভিজ্ঞতা আছে, ‘কাসেমিরো খুব ভালো করে জানে রিয়াল মাদ্রিদ কী। এসি মিলানের কোচ থাকার সময় আমার সঙ্গেও ঠিক একই ব্যাপার ঘটেছিল। আপনি খুবই ভালো করছেন, তবে একটা সময় আসবে যখন মনে হলো নতুন কিছুর চেষ্টার করি।’

কাসেমিরো ক্লাব ছাড়লে রিয়ালের কী হবে? ক্লাবটির কোচ অবশ্য নির্ভার আছেন, ‘যদি কাসেমিরো চলে যায়, আমাদের ছয় মিডফিল্ডার থাকবে। কাসেমিরোকে নিয়ে সংখ্যাটা সাত। আমার মনে হয়, পুরো মৌসুম সামলানোর জন্য ছয়জন মিডফিল্ডারই যথেষ্ট।’

/কেআর/
সম্পর্কিত
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
আনচেলত্তি মনে করেন, বার্সার সম্ভাব্য গোলটি আসলে গোল ছিল না
‘আহত’ বার্সাকে আরও কোণঠাসা করার লক্ষ্যে নামছে রিয়াল
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা