X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

গুঞ্জন নয়, সত্যিই রিয়াল ছাড়তে চান কাসেমিরো

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২২, ১৯:০৬আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৯:২০

হঠাৎই ইউরোপিয়ান ফুটবলে গুঞ্জন- রিয়াল মাদ্রিদ ছাড়তে চান কাসেমিরো। সান্তিয়াগো বার্নাব্যুতে দারুণ সময় কাটানো এই মিডফিল্ডার কেন মাদ্রিদ ছাড়তে চাইবেন, এই আলোচনাও ওঠে সমান্তরালে। গুঞ্জনের ডালপালা ছড়াতে থাকে। ব্রাজিলিয়ান তারকার সম্ভাব্য গন্তব্য হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের নামও উচ্চারিত হয়। আসলে যে গুঞ্জন নয়, সত্যিই কাসেমিরো রিয়াল ছাড়তে চান, সেটি নিশ্চিত করে দিলেন মাদ্রিদের ক্লাবটির কোচ কার্লো আনচেলোত্তি।

আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে ইতালিয়ান কোচ নিশ্চিত করেছেন, রিয়াল ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন কাসেমিরো। ব্রাজিলিয়ান মিডফিল্ডার কোথায় যেতে চান, সেটি স্পষ্ট না করলেও আলোচনায় থাকা ম্যান ইউয়ে জোর দিয়েই কাসেমিরোর বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন আনচেলোত্তি।

কাসেমিরোর ক্লাব ছাড়া প্রসঙ্গে ইতালিয়ান কোচের বক্তব্য, ‘আমি কাসেমিরোর সঙ্গে কথা বলেছি। সে নতুন চ্যালেঞ্জ নিতে চায়। আমরা তার সিদ্ধান্তটা বুঝতে পারছি। রিয়াল মাদ্রিদের সবাই তাকে সম্মান করে। যখন সে বলেছে নতুন চ্যালেঞ্জের কথা, আমরা সবাই তাকে বুঝতে পেরেছি। আমরা পরিপূর্ণ সম্মানের সঙ্গে তার বিষয়টি গ্রহণ করেছি।’

রিয়াল মাদ্রিদে সাফল্যের বৃষ্টিতে ভিজেছেন কাসেমিরো। সাদা জার্সিতে জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়নস লিগ। এরপরও কেন ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি? আনচেলোত্তি ব্যাপারটি খুব ভালোভাবে বুঝতে পারছেন। নিজেরও যে এই অভিজ্ঞতা আছে, ‘কাসেমিরো খুব ভালো করে জানে রিয়াল মাদ্রিদ কী। এসি মিলানের কোচ থাকার সময় আমার সঙ্গেও ঠিক একই ব্যাপার ঘটেছিল। আপনি খুবই ভালো করছেন, তবে একটা সময় আসবে যখন মনে হলো নতুন কিছুর চেষ্টার করি।’

কাসেমিরো ক্লাব ছাড়লে রিয়ালের কী হবে? ক্লাবটির কোচ অবশ্য নির্ভার আছেন, ‘যদি কাসেমিরো চলে যায়, আমাদের ছয় মিডফিল্ডার থাকবে। কাসেমিরোকে নিয়ে সংখ্যাটা সাত। আমার মনে হয়, পুরো মৌসুম সামলানোর জন্য ছয়জন মিডফিল্ডারই যথেষ্ট।’

/কেআর/
সম্পর্কিত
এমবাপ্পের হ্যাটট্রিক, সাত গোলের থ্রিলারে রিয়ালকে হারালো বার্সা
জাবির সব দরজা খোলা: আনচেলত্তি
এল ক্লাসিকোর লড়াইকে শিরোপা নির্ধারক মানছেন আনচেলত্তি
সর্বশেষ খবর
ভারতের সঙ্গে সংঘাত বড় ধরনের আর্থিক প্রভাব ফেলবে না: পাকিস্তানের অর্থমন্ত্রী
ভারতের সঙ্গে সংঘাত বড় ধরনের আর্থিক প্রভাব ফেলবে না: পাকিস্তানের অর্থমন্ত্রী
ধনাগোদা নদীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন, বিলীন হচ্ছে জমি-ঘর
ধনাগোদা নদীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন, বিলীন হচ্ছে জমি-ঘর
পাকিস্তানকে ভারতের প্রধানমন্ত্রী মোদির চূড়ান্ত হুঁশিয়ারি
পাকিস্তানকে ভারতের প্রধানমন্ত্রী মোদির চূড়ান্ত হুঁশিয়ারি
অজিদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে গ্রিন
অজিদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে গ্রিন
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি