কাতার বিশ্বকাপে ব্রাজিল প্রথম ম্যাচ খেলবে বৃহস্পতিবার রাতে। লাতিন অঞ্চলের সুপার পাওয়ার হওয়ার সঙ্গে তারা বিশ্ব ফুটবলেরও পরাশক্তি। আছে রেকর্ড সর্বোচ্চ ৫টি ট্রফি। গুজব রটেছে ব্রাজিল নাকি প্রতিপক্ষ সার্বিয়ার রণ কৌশল জানতে কূটকৌশলের আশ্রয় নিয়েছে। সেটি করেছে দূরনিয়ন্ত্রিত ড্রোনের সহায়তায়! এমন খবর অবশ্য উড়িয়ে দিয়েছেন সার্বিয়া কোচ দ্রাগান স্তয়কোভিচ।
ব্রাজিল ও সার্বিয়া দুই দলই ক্যাম্প করছে দোহার আল আরাবি ট্রেনিং ফ্যাসিলিটিতে। তাদের অবস্থান আবার রাস্তার দুই পাশেই। গুজবের কথা শুনতেই ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সার্বিয়ার কোচের প্রতিক্রিয়া, ‘আমি বিশ্বাস করি না যে, ওরা এভাবে আমাদের নজরদারিতে রেখেছে। আমরা কারা, যাদের এভাবে দেখতে হবে? ওরা বিশ্ব ফুটবলের পরাশক্তি।’
গ্রুপ‘জি’র দুই দলের লড়াইটা হবে লুসাইল স্টেডিয়ামে। দ্রাগান স্তয়কোভিচের কাছে পুরো বিষয়টিই ভুলে ভরা, ‘আমার মনে হয় এটা ভুল তথ্য। ওরা যদি ড্রোন ব্যবহারও করে, মনে হয় না দেখার মতো বিশেষ কিছু এখানে আছে।’