X
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
১১ আশ্বিন ১৪৩০

ব্রাজিলের বিপক্ষে ‘অঘটন’ চান সনও

তানজীম আহমেদ, দোহা (কাতার থেকে)
০৫ ডিসেম্বর ২০২২, ২০:১৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ২০:৫৯

কাতার বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে ছিল সংশয়। চোখের সমস্যার কারণে কাতারে আসা নিয়ে অনিশ্চয়তার খবরে দলে বড় ধাক্কার উপক্রম। তবে অনিশ্চয়তার মেঘ সরিয়ে সন হিয়ং মিন ঠিকই দলের সঙ্গে এসেছেন। গ্রুপ পর্বের তিন ম্যাচে দলের সাফল্যে ঠিকঠাক সুরের সংযোগ মিলিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। দেশটির এই মুহূর্তে সবচেয়ে বড় তারকার সামনে এবার কঠিন চ্যালেঞ্জ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে হচ্ছে। গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স দেখানো দক্ষিণ কোরিয়া চাইছে নকআউটেও সেই ধারা অব্যাহত রাখতে।

আর সনও চাইছেন ব্রাজিলের বিপক্ষে দেশের জন্য ‘সারপ্রাইজ’ কিছু করে দেখাতে। তবে পথটা যে মোটেও সুগম হবে না তা একবাক্যে বলে দেওয়া যায়। গ্রুপের শেষ ম্যাচে পর্তুগালের সঙ্গে যখন ম্যাচটি ১-১ গোলে ড্রয়ের দিকে যাচ্ছিলো, তখনই যোগ করা সময়ে দলের আরেক তারকা হোয়াং হি চানের গোলে তিন পয়েন্ট নিশ্চিত হয়। এরই সঙ্গে দক্ষিণ কোরিয়ার নকআউটে খেলাটাও।

সনের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২০১০ সাল থেকে জাতীয় দলে খেলছেন সন। ১০৭ ম্যাচে গোল করেছেন ৩৫টি। আর ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামে কয়েক বছরে ২৪৫ ম্যাচ খেলে ৯৬ গোল ঝুলিতে আছে।

এবার ব্রাজিলের বিপক্ষে জ্বলে ওঠার অপেক্ষায় ৩০ বছর বয়সী ফরোয়ার্ড, ‘আমাদের নকআউট পর্বে খেলাটা অনেক বড় বিষয়। কিন্তু এখানেই আমাদের সবকিছু শেষ নয়। আমাদের আরও এগিয়ে যেতে হবে। আশা করছি আরও একটি অঘটনের চিত্রনাট্য লেখা হবে।’

দুই দলের লড়াইয়ের আড়ালে

সনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে ব্রাজিলের রিচার্লিসনেরও। টটেনহ্যামে একইসঙ্গে খেলেন দুজন। দুজনের মধ্যে সমন্বয়ও ভালো। তবে সনের চেয়ে পারফরম্যান্সে এখন পর্যন্ত রিচার্লিসন কিছুটা এগিয়ে আছেন।

সার্বিয়ার বিপক্ষে চোখ ধাঁধানো ভলি শটে দেওয়া গোলটি এখন পর্যন্ত কাতার বিশ্বকাপে সেরা। যদিও পরের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে এই স্ট্রাইকার সুবিধা করতে পারেননি। বিরতির পর তাকে তুলে নেন কোচ তিতে।

আর ক্যামেরুনের বিপক্ষে তো একাদশেই ছিলেন না। আজ নকআউট পর্বের প্রথম ম্যাচে রিচার্লিসন ফিরছেন তা প্রায় নিশ্চিতই। বিপরীতে সমর্থকদের সারপ্রাইজ দিতে হলে সনসহ অন্যদের ভালো খেলতে হবে।

সন নাকি রিচার্লিসন? কে গোল পাবেন? কার দল জিতবে? জানা যাবে আর কয়েক ঘণ্টা পরই!

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
আর্জেন্টিনাকে হারিয়ে আলোচনায় আসা সৌদি কোচের পদত্যাগ
সর্বশেষ খবর
ক্রিমিয়ায় নৌ সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলায় ৩৪ রুশ কর্মকর্তা নিহত
ক্রিমিয়ায় নৌ সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলায় ৩৪ রুশ কর্মকর্তা নিহত
এক যুবকের এলোপাতাড়ি ছুরিকাঘাতে প্রাণ গেলো ইউনিয়নের মেম্বারের
এক যুবকের এলোপাতাড়ি ছুরিকাঘাতে প্রাণ গেলো ইউনিয়নের মেম্বারের
ভিসা জটিলতার অবসান, ভারত যাওয়ার অনুমতি পেলো পাকিস্তান
ভিসা জটিলতার অবসান, ভারত যাওয়ার অনুমতি পেলো পাকিস্তান
ইলিশ কি শুধু ভারতেই যায়?
ইলিশ কি শুধু ভারতেই যায়?
সর্বাধিক পঠিত
থাইল্যান্ড ইমিগ্রেশনে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশে ৭ বাংলাদেশি আটক, গন্তব্য ছিল মালয়েশিয়া
থাইল্যান্ড ইমিগ্রেশনে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশে ৭ বাংলাদেশি আটক, গন্তব্য ছিল মালয়েশিয়া
স্বাস্থ্যমন্ত্রীর ছেলের নির্দেশে বিএনপি নেতার মেডিক্যাল সেন্টার বন্ধ: রিজভী
স্বাস্থ্যমন্ত্রীর ছেলের নির্দেশে বিএনপি নেতার মেডিক্যাল সেন্টার বন্ধ: রিজভী
মির্জা ফখরুলের আল্টিমেটাম, নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী
মির্জা ফখরুলের আল্টিমেটাম, নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী
আজকের আবহাওয়া: নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
আজকের আবহাওয়া: নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
ডিআইজি বদলি করলেও ১৩ দিনেও থানা ছাড়েননি ওসি
ডিআইজি বদলি করলেও ১৩ দিনেও থানা ছাড়েননি ওসি