X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মেসিকে আরবে নিতে টাকার বস্তা বের করছে আল হিলাল!

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৩, ২০:৪৭আপডেট : ১৫ মার্চ ২০২৩, ২০:৪৭

২০০৯ সালের পর কালেভদ্রে দেখা গেছে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির দ্বৈরথ। সব কিছু পরিকল্পনা মতো এগোলে তাদের প্রতিদ্বন্দ্বিতা নিয়মিত হতে চলেছে। গত ডিসেম্বরে রোনালদোকে ২০ কোটি ইউরো বার্ষিক বেতনে চুক্তি করে আল নাসর। এবার ক্লাবটির চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল মেসির সঙ্গে চুক্তির ব্যাপারে কাজ শুরু করেছে। এমনকি পর্তুগিজ তারকার সমান বেতন দিয়ে বিশ্ব জয়ী অধিনায়ককে আনতে চায় তারা।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। প্যারিস সেন্ট জার্মেই থেকে মেসিকে রিয়াদে আনতে লোভনীয় প্রস্তাব তারা দিতে যাচ্ছে। যদিও দলটির ওপর দলবদলে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এই মৌসুম শেষে মেসি ফ্রি এজেন্ট, যদি তার সঙ্গে প্যারিস ক্লাব নতুন চুক্তি না করে। আর তাকে নেওয়ার কাজ সহজ করে দিতে সৌদি সরকার বেতন কাঠামো নীতিতে পরিবর্তন করতে যাচ্ছে সৌদি সরকার।

এই মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মেসির। চুক্তি নবায়ন নিয়েও চলছে অনিশ্চয়তা। তবে মেসির জন্য মধ্যপ্রাচ্যে যাওয়া অস্বাভাবিক হবে না। তিনি সৌদি আরবের পর্যটন অ্যাম্বাসেডর এবং প্রচারণামূলক কাজে কয়েকবার দেশটিতে গেছেন। জানা গেছে, সৌদি ফুটবলে রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিতে প্রাথমিকভাবে মেসিকে এক বছরের চুক্তির প্রস্তাব দেবে আল হিলাল। 

গত মঙ্গলবার মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসিকে রিয়াদে দেখা যাওয়ার পর থেকে চলমান দলবদলের গুঞ্জন আরও ভালোভাবে ডালপালা মেলেছে। যদিও মেসি কদিন আগে জানান, তিনি পরের মৌসুমেও চ্যাম্পিয়নস লিগে খেলতে চান। সেক্ষেত্রে সৌদি ক্লাবের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথা তার। অবশ্য রোনালদোও এমন ইচ্ছা প্রকাশ করেছিলেন, তবে ঠিকানা হয়েছে অপরিচিত আল নাসরেই!

/এফএইচএম/
সম্পর্কিত
মেসিদের জরিমানা ও গুরুতর শাস্তির হুমকি!
বদলি হয়ে মেসির গোল, তবু জেতেনি মায়ামি 
কলোরাডোর বিপক্ষে ফিরতে পারেন মেসি
সর্বশেষ খবর
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?