X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

মেসিকে আরবে নিতে টাকার বস্তা বের করছে আল হিলাল!

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৩, ২০:৪৭আপডেট : ১৫ মার্চ ২০২৩, ২০:৪৭

২০০৯ সালের পর কালেভদ্রে দেখা গেছে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির দ্বৈরথ। সব কিছু পরিকল্পনা মতো এগোলে তাদের প্রতিদ্বন্দ্বিতা নিয়মিত হতে চলেছে। গত ডিসেম্বরে রোনালদোকে ২০ কোটি ইউরো বার্ষিক বেতনে চুক্তি করে আল নাসর। এবার ক্লাবটির চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল মেসির সঙ্গে চুক্তির ব্যাপারে কাজ শুরু করেছে। এমনকি পর্তুগিজ তারকার সমান বেতন দিয়ে বিশ্ব জয়ী অধিনায়ককে আনতে চায় তারা।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। প্যারিস সেন্ট জার্মেই থেকে মেসিকে রিয়াদে আনতে লোভনীয় প্রস্তাব তারা দিতে যাচ্ছে। যদিও দলটির ওপর দলবদলে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এই মৌসুম শেষে মেসি ফ্রি এজেন্ট, যদি তার সঙ্গে প্যারিস ক্লাব নতুন চুক্তি না করে। আর তাকে নেওয়ার কাজ সহজ করে দিতে সৌদি সরকার বেতন কাঠামো নীতিতে পরিবর্তন করতে যাচ্ছে সৌদি সরকার।

এই মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মেসির। চুক্তি নবায়ন নিয়েও চলছে অনিশ্চয়তা। তবে মেসির জন্য মধ্যপ্রাচ্যে যাওয়া অস্বাভাবিক হবে না। তিনি সৌদি আরবের পর্যটন অ্যাম্বাসেডর এবং প্রচারণামূলক কাজে কয়েকবার দেশটিতে গেছেন। জানা গেছে, সৌদি ফুটবলে রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিতে প্রাথমিকভাবে মেসিকে এক বছরের চুক্তির প্রস্তাব দেবে আল হিলাল। 

গত মঙ্গলবার মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসিকে রিয়াদে দেখা যাওয়ার পর থেকে চলমান দলবদলের গুঞ্জন আরও ভালোভাবে ডালপালা মেলেছে। যদিও মেসি কদিন আগে জানান, তিনি পরের মৌসুমেও চ্যাম্পিয়নস লিগে খেলতে চান। সেক্ষেত্রে সৌদি ক্লাবের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথা তার। অবশ্য রোনালদোও এমন ইচ্ছা প্রকাশ করেছিলেন, তবে ঠিকানা হয়েছে অপরিচিত আল নাসরেই!

/এফএইচএম/
সম্পর্কিত
মেজর লিগ সকারে সবচেয়ে বাজে হার মেসির
গোল খরা কাটিয়েছেন মেসি, জয়ে ফিরেছে মায়ামিও
ঘরের মাঠেও হেরে সেমিফাইনাল থেকে মেসিদের বিদায়
সর্বশেষ খবর
অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল, এদের পেছনে জনসমর্থন নেই: হাফিজ উদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল, এদের পেছনে জনসমর্থন নেই: হাফিজ উদ্দিন আহমেদ
রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে আমরা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী
রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে আমরা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী
৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
কান উৎসব ২০২৫৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
সড়ক ও জনপথের প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
সড়ক ও জনপথের প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি