X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

খেলা ডেস্ক
২০ মার্চ ২০২৩, ০৪:১৬আপডেট : ২০ মার্চ ২০২৩, ১০:২৪

চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে চলতি মৌসুমে লালিগার শিরোপা জয়ের পথে আরও এগিয়ে গেলো বার্সেলোনা। রবিবার রাত ২টা (বাংলাদেশ সময়) শুরু হওয়া ম্যাচটিতে ২-১ গোলে জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এই জয়ের মাধ্যমে ২৬ ম্যাচ খেলে ৬৮ পয়েন্ট নিয়ে এবারের লালিগার টেবিল তালিকায় এক নম্বরে রয়েছে জাভির দল। আর সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ।

ক্লাব ফুটবলে রোমাঞ্চকর দ্বৈরথের ম্যাচের শুরু থেকেই চলে আক্রমণ পাল্টা আক্রমণ। শুরুটা করেছিল বার্সেলোনা। ম্যাচের মাত্র তিন মিনিটেই বক্সের বাইরে থেকে লেভানদোভস্কির নেওয়ার শটটি ডানদিকে ঝাঁপিয়ে রক্ষা করেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। এর দুই মিনিট পর আবারও কাতালানদের অ্যাটাক। এবারও রাফিনহার হেডটি অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন রিয়াল গোলকিপার। তবে খেলা শুরুর মাত্র আট মিনিটের মধ্যে গোলের দেখায় পায় রিয়াল মাদ্রিদ। বাঁ প্রান্ত থেকে ভিনিসিয়াস জুনিয়রের নেওয়া ক্রসটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ড আরাহো।

ম্যাচের ২৩ মিনিটে আবারও বার্সার আক্রমণ। এবার রাফিনহার ক্রসটি মাথা ছুঁয়ে দেন বার্সা ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টেনসেন। বার ঘেঁষে বলটি চলে যায় বাইরে। ম্যাচের ৩৪ মিনিটে রাফিনহার শটটি আঙুলের ছোঁয়ায় বারের ওপর দিয়ে পাঠান কর্তোয়া। প্রথমার্ধের শেষ মিনিটে সার্জিও রবার্তোর গোলে সমতায় ফেরে জাভির দল। ১-১ গোলের স্কোরবোর্ড নিয়ে বিরতিতে যায় দুই স্প্যানিশ জায়ান্ট।

দ্বিতীয়ার্ধে দুই দলই মন্থর শুরু করে। ৬০ মিনিটে টনি ক্রুস ও নাচো ফার্নান্দেজকে তুলে নিয়ে রদ্রিগো ও ফারলান্ড মেন্ডিকে মাঠে নামান কার্লো আনচেলত্তি। মাঠে নামার সঙ্গে সঙ্গেই রদ্রিগোর নেওয়া শটটি বারের ওপর দিয়ে উড়ে যায়। পরের মিনিটেই রিয়াল বক্সে রাফিনহার অসাধারণ ক্রস। হাত ছুঁইয়ে বিপদমুক্ত করেন কর্তোয়া। ৬৬ মিনিটে আবার বার্সার হানা। তবে লেভানদোভস্কির অ্যাক্রোবেটিক শটটি বারের সামান্য ওপর দিয়ে উড়ে যায়।

ম্যাচের ৭৪ মিনিটে আবারও বার্সার আক্রমণ। রিয়াল মাদ্রিদের বক্সের মুখে লেভানদোভস্কির সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে গোলমুখে শট নেন রাফিনহা। আবারও বাধা হয়ে দাঁড়ান গোলকিপার। তার দুর্দান্ত সেভে এবারও গোলবঞ্চিত ব্রাজিলিয়ান তারকা। পরের মিনিটে আবারও লেভানদোভস্কির শটটি বার ঘেঁষে চলে যায়। ৮০ মিনিটে অসাধারণ কাউন্টার অ্যাটাক থেকে রিয়ালের মার্কো অ্যাসেনসিও গোল করলেও সেটি অফসাইডে বাতিল হয়ে যায়। এর চার মিনিট পর আবারও রিয়ালের আক্রমণ। এবার অ্যাসেনসিওর নেওয়া শটটি উড়ে চলে যায়।

খেলার নির্ধারিত ৯০ মিনিটে আর কোনও গোল না হওয়ায় ১-১-এ শেষ হওয়ার অপেক্ষায় যখন দর্শকরা তখন স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে গোল করে বার্সেলোনা। বাঁ দিক থেকে গড়ে তোলা আক্রমণটি বদলি খেলোয়াড় ফ্রাঙ্ক কেসিয়ের পা থেকে শেষ পর্যন্ত গিয়ে জড়ায় রিয়ালের জালে। এখানেই বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ে ন্যু ক্যাম্প ও মাঠের বার্সার খেলোয়াড়রা। এর তিন মিনিট পরই রেফারি শেষ বাঁশি বাজিয়ে খেলার ইতি টানেন রেফারি। 

/এফআর/
সম্পর্কিত
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
পাঁচ ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতলো ইন্টার মিলান 
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!