X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি টেনে দিলেন বেনজেমা

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২৩, ১৬:৩৯আপডেট : ০৪ জুন ২০২৩, ১৭:১০

করিম বেনজেমার রিয়াল মাদ্রিদ ছাড়া নিয়ে চলমান ছিল জোর গুঞ্জন। কিন্তু সাবেক ফরাসি স্ট্রাইকার সেসব উড়িয়ে দিয়ে বলেছিলেন, রিয়ালেই থাকছেন তিনি। দুই দিন যেতে না যেতে পাল্টে গেলো তার সেই অবস্থান। আনুষ্ঠানিকভাবে জানা গেলো, শেষ হচ্ছে তার ১৪ বছরের রিয়াল মাদ্রিদ অধ্যায়। বেনজেমার চলে যাওয়ার খবর নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

ব্যালন ডি’অর জয়ী স্ট্রাইকার লিঁও থেকে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেন ২০০৯ সালে। মৌসুম শেষে তিনি ক্লাব ছাড়বেন ফ্রি ট্রান্সফারে। অথচ চুক্তির আরও এক বছর বাকি ছিল তার। কোচ কার্লো আনচেলত্তিও আশা করেছিলেন, আগামী মৌসুম অন্তত থেকে যাবেন তিনি। কিন্তু রিয়াল মাদ্রিদ রবিবার বিবৃতিতে বলে দিয়েছে, ‘ক্লাবের মর্যাদার পাশাপাশি আচরণ আর পেশাদারিত্বের জন্য বেনজেমা সব সময়ই ছিলেন অনুকরণীয় একজন। নিজের ভবিষ্যৎ নির্ধারণে সে ওই অধিকার টুকু আদায় করে নিয়েছে। রিয়াল মাদ্রিদ সব সময়ই তার ঘর হয়ে থাকবে। পরবর্তী পর্যায়ের জন্য বেনজেমার পরিবার ও তার প্রতি রইলো শুভকামনা।’     

রিয়াল মাদ্রিদ কিংবদন্তি হতে যা প্রয়োজন তার সবই করেছেন তিনি। ৫টি চ্যাম্পিয়নস লিগ ও চারটি লা লিগা জেতা ৩৫ বছর বয়সী সব মিলে রিয়ালে ২৫টি মেজর শিরোপা জিতেছেন। যা ক্লাব রেকর্ড। গত মৌসুমে রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ জেতাতেও ছিল অবদান। করেছেন ১৫ গোল। মাদ্রিদের হয়ে খেলেছেন ৬৪৭টি ম্যাচ। ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও তার অবস্থান দুই নম্বরে (৩৫৩) গোল। তার চেয়ে বেশি গোল শুধু ক্রিস্তিয়ানো রোনালদোর। 

রিয়ালের জার্সিতে বেনজেমা সবশেষ ম্যাচ খেলতে নামবেন আজ রবিবার। প্রতিপক্ষ অ্যাথলেতিক বিলবাও। যা লা লিগা মৌসুমে ক্লাবটির সর্বশেষ ম্যাচও। 

বলে রাখা দরকার দুই দিন আগেই খবর রটে যায় রিয়াল অধ্যায় শেষ হচ্ছে বেনজেমার। সৌদি আরবের গণমাধ্যম জানায়, ৪০ কোটি ইউরোতে সৌদি চ্যাম্পিয়ন আল ইত্তিহাদে যাচ্ছেন তিনি! তাদের সঙ্গে চুক্তির ইচ্ছার কথাও নাকি রিয়াল মাদ্রিদকে জানিয়ে দিয়েছেন। পরে অবশ্য সেসব খবর উড়িয়ে দেন তিনি। এখন তার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসা বাকি। 

/এফআইআর/
সম্পর্কিত
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
আলাভেসকে বিধ্বস্ত করে যে রেকর্ড গড়েছে রিয়াল
এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান
সর্বশেষ খবর
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না‘
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না‘
ডাটাবেজ প্রজেক্টের নামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ
ডাটাবেজ প্রজেক্টের নামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ
১৪ দলের বৈঠক ডেকেছেন শেখ হাসিনা, কী থাকবে এজেন্ডায়?
১৪ দলের বৈঠক ডেকেছেন শেখ হাসিনা, কী থাকবে এজেন্ডায়?
রংপুর মেডিক্যাল ও নরসিংদীর পাঁচদোনা ভূমি অফিসে দুদকের অভিযান
রংপুর মেডিক্যাল ও নরসিংদীর পাঁচদোনা ভূমি অফিসে দুদকের অভিযান
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
জাপানিদের স্বাস্থ্যকর এই ৭ অভ্যাসের কথা জানতেন?
জাপানিদের স্বাস্থ্যকর এই ৭ অভ্যাসের কথা জানতেন?
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়