X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

ভবিষ্যৎ নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৪, ১৫:১৪আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৫:১৮

দল-বদলের মৌসুম এলেই কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আলোচনা থাকে তুঙ্গে। এবার সেটা আরও জোরালো হওয়ার কথা! কারণ, পিএসজির সঙ্গে চুক্তির আর ৬ মাস বাকি আছে তার। কিন্তু পিএসজিকে ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা জেতাতে অবদান রাখার পর ফরাসি ফরোয়ার্ড জানিয়েছেন, নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি তিনি।

সুপার কাপের ফাইনালে তুলুজকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। যার ৩ মিনিটে প্রথম গোলটি করেছেন লিং ক্যাং ইন। ৪৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন এমবাপ্পে।

জয়ের পর নিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমবাপ্পে বলেছেন, ‘প্রথমত, আমি এই বছর ভীষণ অনুপ্রাণিত। এটা আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

অনেক দিন ধরেই এটা শোনা যাচ্ছে, ফরাসি অধিনায়কের ভবিষ্যৎ গন্তব্য রিয়াল মাদ্রিদ। গতবার তো এই দল বদল নিয়েই পিএসজির সঙ্গে এমবাপ্পের সম্পর্ক শীতল হয়ে পড়েছিল। ফরাসি ক্লাবটিতে চুক্তি নবায়নে রাজি ছিলেন না তিনি। তখন ক্লাবটি তাকে বিক্রি করার জন্য জেদ ধরেছিল। এমবাপ্পেও মেয়াদ শেষ না করে যাওয়ার পক্ষে ছিলেন না। কারণ মেয়াদ শেষ করে গেলে আনুগত্য বোনাস হিসেবে ৮ কোটি ইউরো পাবেন তিনি! পিএসজির এক্ষেত্রে কোনও লাভ হতো না। এখন পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার দ্বারপ্রান্তে থাকায় নতুন ক্লাবে প্রাক-চুক্তির বিষয়টি সেরে ফেলার সুযোগ তৈরি হয়েছে তার। কিন্তু এমবাপ্পে বলেছেন, ‘আমি আগেই বলেছি, আমাদের এখন শিরোপা জয়ের পেছনে ছুটতে হবে। এরই মধ্যে একটি জিতেছি। একটি কাজ সমাপ্ত হয়েছে। তার পর... না এখনও ভবিষ্যৎ নিয়ে কিছুই ভাবিনি।’

তিনি আরও বলেছেন, ‘তবে আমি গত গ্রীষ্মে পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফির সঙ্গে যে চুক্তি করেছি, সেটা বিবেচনায় নিলে আমি কী সিদ্ধান্ত নিবো সেটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় নয়।’

এমবাপ্পে যা বলতে চাইলেন, তাতে এটা পরিষ্কার দুই পক্ষের স্বার্থ রক্ষা করার বিষয়ে জোর দিচ্ছেন তিনি, ‘চেয়ারম্যানের সঙ্গে চুক্তি অনুযায়ী সব পক্ষের স্বার্থ রক্ষা করে চলার কথা। বিশেষ করে সামনে ক্লাবের যেসব চ্যালেঞ্জ আছে, সেটার জন্য ক্লাবে প্রশান্তি বজায় রাখাটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা যাই বলি সেটা মুখ্য নয়।’

/এফআইআর/
সম্পর্কিত
এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান
বিদায়ের আগে ফ্রান্সের বর্ষসেরার পুরস্কার জিতলেন এমবাপ্পে 
এমবাপ্পেকে উদ্দেশ্য করে দর্শকদের দুয়ো শুনতে পাননি এনরিকে
সর্বশেষ খবর
ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
তালের শাঁস খেলে মিলবে এই ১০ উপকারিতা
তালের শাঁস খেলে মিলবে এই ১০ উপকারিতা
উপজেলা নির্বাচনে টাকা বিতরণের ভিডিও ভাইরাল
উপজেলা নির্বাচনে টাকা বিতরণের ভিডিও ভাইরাল
গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন: ব্লিঙ্কেন
গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন: ব্লিঙ্কেন
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার