বেশ কিছুদিন ধরে ইউরোপের বিখ্যাত ক্লাবগুলো দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে খেলোয়াড় বাছাই করে অনুশীলনের সুযোগ করে দিচ্ছে। এবার বিখ্যাত স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদেও অনুশীলনের সুযোগ এসেছে।
জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলাম আছেন এই উদ্যোগের সঙ্গে। সাবেক এই তারকা ফুটবলাররা অনূর্ধ্ব-১৫ পর্যায়ের ফুটবলারদের বাছাই করবেন। বাংলাদেশ ছাড়াও ভারত থেকে ১২ জন সৌভাগ্যবান ফুটবলার আগামী বছর রিয়াল মাদ্রিদে প্রাক মৌসুমে এক মাস অনুশীলন করবেন। মূলত মালয়েশিয়ার রাজ পরিবার টুংকু হারুন অর রশিদ ফুটবল একাডেমির সঙ্গে রিয়াল মাদ্রিদের সমঝোতা রয়েছে। টুংকু একাডেমির সঙ্গে চুক্তির মাধ্যমে হ্যালো সুপারস্টার প্রজেক্টের অধীনে বাংলাদেশ ও ভারত থেকে প্রতিভাবানরা রিয়াল মাদ্রিদে যাওয়ার সুযোগ পাবেন।
হ্যালো সুপারস্টার একটি অনলাইন ভিত্তিক অ্যাপ। এই অ্যাপে ১৫ বছর বয়সী ফুটবলাররা তাদের ৪০ সেকেন্ডের ফুটবল শৈলীর ভিডিও আপলোড করবেন। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাপটিতে ভিডিও প্রেরণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ট্যালেন্ট হান্টের বিচারক জাহিদ হাসান এমিলি আজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বাংলাদেশ ও ভারতের সাবেক ফুটবলাররা কুমিল্লায় একটি প্রীতি ম্যাচ খেলেছিলাম হ্যালো সুপারস্টারের প্রচারণার কর্মসূচি হিসেবে। এখন আমাদের ভিডিও রেজিস্ট্রেশনের মাধ্যমে ভিডিও আপলোডের কর্মসূচি শুরু হয়েছে।’
প্রাথমিক পর্যায়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ভিডিও পাঠানো যাবে। বাংলাদেশ থেকে এমিলি, মামুনুল ইসলাম, কায়সার হামিদ ও আব্দুল গাফফাররা ভিডিও দেখে প্রতিভা বাছাই করবেন৷ প্রাথমিক বাছাইয়ের পর শারীরিক পরীক্ষা হবে। আরও কয়েকধাপ পেরিয়ে এরপর চুড়ান্ত ১২ জন সুযোগ পাবেন রিয়াল মাদ্রিদে যাওয়ার।
হ্যালো সুপারস্টারে রেজিস্ট্রেশন করতে ভারতে ১০০ রুপি ও বাংলাদেশে ১৩০ টাকা লাগবে। হ্যালো সুপারস্টার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে কিনা সেই প্রশ্নও উঠেছে সংবাদ সম্মেলনে। সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফফার বলেছেন, ‘আমি, এমিলি ও মামুনুল বিষয়টি পুরোপুরি জেনেই জড়িত হয়েছি। কোনও অস্বচ্ছ বা সঠিক কাজ না হলে আমরা থাকবো না।’
সংবাদ সম্মেলনে বিচারক হিসেবে সাবেক তারকা ফুটবলার ছাড়াও ছিলেন চিত্র নায়ক নীরবসহ অন্যান্যরা।