আগামী বছর থেকে বৃহত্তর আকারে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। আফ্রিকা, এশিয়া, ইউরোপ, আমেরিকা ও ওশেনিয়া থেকে ৩২টি দল নিয়ে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে গড়াবে এই টুর্নামেন্ট। এরই মধ্যে ২৯ দলের জায়গা নিশ্চিত হয়েছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে প্রতিযোগিতায় খেলার টিকিট পেয়েছে রিয়াল মাদ্রিদও। কিন্তু তারা খেলবে না বলে সাফ সাফ জানিয়ে দিলেন কোচ কার্লো আনচেলত্তি।
আর্থিক পুরস্কারের পরিমাণ কম হওয়ায় ইতালিয়ান কোচের এই নারাজি। সোমবার ৬৫তম জন্মদিনে ইতালিয়ান সংবাদপত্র ইল জিরোনালে-কে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, ‘ফিফা এটা (ক্লাব বিশ্বকাপ আয়োজনের কথা) ভুলে যেতে পারে। খেলোয়াড় ও ক্লাবগুলো ওই টুর্নামেন্টে খেলবে না। রিয়াল মাদ্রিদের একটি ম্যাচের মূল্য যেখানে ২ কোটি ইউরো, সেখানে ফিফা পুরো টুর্নামেন্টের জন্য আমাদের সেই অর্থ দিতে চায়! আমাদের মতো অন্য ক্লাবগুলোও আমন্ত্রণ প্রত্যাখ্যান করবে।’
ক্লাব বিশ্বকাপের আগের আসর হয়েছিল গত বছর ডিসেম্বরে। সৌদি আরবে সাত দলের সেই টুর্নামেন্টে ম্যানসিটি ফাইনালে ফ্লুমিনেন্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
২০২২ সালে নতুন ফরম্যাটের ঘোষণা করা হয়। সেখানে উয়েফা থেকে ১২টি দল অংশ নেবে। এছাড়া কনমেবল থেকে ছয়টি এবং কনকাকাফ, সিএএফ ও এএফসি থেকে চারটি করে আর ওশেনিয়া ও স্বাগতিক দেশ থেকে একটি করে দল খেলবে।
ঠাসা সূচির মধ্যে এত বড় টুর্নামেন্ট আয়োজনের ঘোষণায় এটি ঘরোয়া লিগ ও খেলোয়াড়দের সংগঠনের কাছ থেকে সমালোচিত হয়েছে।