আর একটু হলেই মোহামেডানকে আটকে দিতে যাচ্ছিল ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু প্রিমিয়ার লিগে আজও সাদা-কালোদের জয়রথ ছুটলো। ইমানুয়েল সানডের লক্ষ্যভেদে মোহামেডান ১-০ গোলে ব্রাদার্সকে হারিয়ে শীর্ষেই আছে।
শুক্রবার মুন্সীগঞ্জে শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আক্রমণে এগিয়ে ছিল মোহামেডান। ম্যাচের একমাত্র গোলটি পেতেও বেশি সময় লাগেনি। ১২ মিনিটে মোহামেডান গোলমুখ খোলে। জুয়েল মিয়ার পাস ধরে বক্সে ঢুকে সানডে ডান পায়ের নিখুঁত শটে গোলকিপার আশরাফুল ইসলাম রানাকে পরাস্ত করেন।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাদার্স সুযোগ পেয়েছিল সমতায় ফেরার। কিন্তু এক সতীর্থের ক্রসে সুশান্ত ত্রিপুরার হেড পোস্টের বাইরে দিয়ে গেলে হতাশ হয় কমলা জার্সিধারীরা।
একটু পর দিয়াবাতের পাসে জুয়েলের শট গোলকিপার দারুণ সেভ করে ব্যবধান বাড়তে দেননি।
বিরতির পর মোহামেডানের দাপট কমেনি।
৫৬ মিনিটে সতীর্থের পাসে সানডের শট ক্রসবারের ওপর দিয়ে যায়।
শেষ দিকে এসে ব্রাদার্স গোল করার কাছাকাছি গিয়েও পারেনি। যোগ করা সময়ে সিকসেনে ফাঁকা জালে বল রাখতে পারেননি। ব্রাদার্স সুযোগ পেয়েও পারেনি হার এড়াতে।
গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে ইয়ংমেন্স ফকিরেরপুল ৪-১ গোলে হারায় ঢাকা ওয়ান্ডারার্সকে। ময়মনসিংহ স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে হারায় বাংলাদেশ পুলিশ এফসিকে। অষ্টম ম্যাচে প্রথম জয়ের দেখা পেলো তারা। ৫৫ মিনিটে ফাহিম মোর্শেদ জয়সূচক গোল করেন। ডাগ আউটে দাঁড়িয়ে আজ হয়তো কোচ সাইফুর রহমান মনি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ৮ ম্যাচের সবকটিতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে। ব্রাদার্স সমান ম্যাচে তৃতীয় হারে আগের ১৪ পয়েন্টে চতুর্থ স্থানে আছে। ইয়ংমেন্স ৮ ম্যাচে দ্বিতীয় জয়ে ৬ পয়েন্টে অষ্টম স্থানে উঠে এসেছে। ঢাকা ওয়ান্ডারার্স সমান ম্যাচে ষষ্ঠ হারে আগের ৪ পয়েন্টে এক ধাপ নিচে নবম স্থানে নেমেছে।
চট্টগ্রাম আবাহনী ৮ ম্যাচে প্রথম জয়ের মুখ দেখলো। অন্যদিকে পুলিশ এফসি আগের ৭ পয়েন্টে সপ্তম স্থানে।