X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

সভাপতির অনুরোধেও সায় দেননি সাবিনারা, এখন কী করবে বাফুফে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১১

পিটার বাটলার-সাবিনাদের নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বিশেষ কমিটির রিপোর্ট দেওয়ার রাতেই সভাপতি তাবিথ আউয়াল বাফুফে ভবনে গিয়েছিলেন। মধ্যরাত পর্যন্ত বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে কথা বলে তাদেরকে নানানভাবে বুঝিয়ে অনুশীলনে ফেরার অনুরোধও করেছেন। কিন্তু বাফুফে সভাপতির অনুরোধে শনিবার সাড়া দেননি সাবিনা সহ ১৮ ফুটবলার। বাটলার থাকলে তারা অনুশীলনে যাবেন না বলে আগের সিদ্ধান্তেই অটল রয়েছেন।

সভার একটি সূত্র জানিয়েছে, সভাপতি বিদ্রোহী খেলোয়াড়দের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। তাদের সমস্যা নিজে শুনেছেন। সব সমস্যা শুনে তাদের পাশে দাঁড়ানোর আশা দিয়েছেন। বর্তমান দলে খেলতে যেন সমস্যা না হয় তা দেখবেন বলে জানিয়েছেন। কোচ যেন অনুশীলনে কোনও খারাপ ব্যবহার করতে না পারে সেটাও বলা হয়েছে। খেলা ছেড়ে মেয়েরা যেন হারিয়ে না যায় তার জন্য কোচিং থেকে শুরু করে বাফুফেতে চাকরি দেওয়া সহ নানাভাবে বোঝানো হয়েছে। সবকিছু বোঝানোর পর আজই অনুশীলনে যোগ দিতে বলা হয়েছিল। কিন্তু সাবিনা খাতুনরা সভাপতির ডাকেও সাড়া দেননি।

তার আগে পিটার বাটলারকে ডেকে মেয়েদের সঙ্গে কোনও দুর্ব্যবহার করতে নিষেধ করা হয়েছিল।  শুধুমাত্র অনুশীলনে মনোযোগ দিতে বলা হয়েছিল। তা নাহলে তাকে বরখাস্ত করার হুমকি দেওয়া হয়েছে।

বাফুফে চাইছে মেয়েদের শাস্তি না দিয়ে সমস্যার সমাধান করতে। কিন্তু এতকিছুর পরও মেয়েরা নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি। এখন বাফুফে এই সংকটকালীন মুহূর্তে কী করবে? জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে বাধ্য হয়ে বিদ্রোহী ১৮ জন খেলোয়াড় ছাড়াই দল গঠন করার ইঙ্গিত মিলেছে। বাটলারের অধীনে জাতীয় সিনিয়র সহ বর্তমানে অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড় রয়েছে।  সবমিলিয়ে অনুশীলনে থাকা ৩৭ জন খেলোয়াড় থেকে দল গঠন হতে পারে।

এছাড়া নতুন করে বেতনের চুক্তির আওতায় সেই ১৮জন খেলোয়াড় নাও থাকতে পারেন। শুধু অনুশীলনে যারা আছেন, তাদের নিয়েই চুক্তি হতে পারে বলে একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। আজ-কালের মধ্যে বিষয়টা চূড়ান্ত হতে পারে। আপাতত বিদ্রোহী মেয়েদের সেভাবে শাস্তি না হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুশীলন বয়কট করলেও তারা বাফুফে ভবনে থাকছেন। তারপর চুক্তি না হলে তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ খুঁজে নেবেন। সেখানে বাফুফে হস্তক্ষেপ করবে না বলে জানা গেছে।

সবকিছু মিলিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘আমি আপাতত ফিফার অডিট নিয়ে একটু ব্যস্ত আছি। এই বিষয়ে একটু পরই কথা বলছি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের ভক্তদের জন্য শমিত সোমের বার্তা 
পুলিশ কমিশনারকে জার্সি ও বল দিলো বাফুফে 
অবশেষে বেতন বাড়িয়ে চুক্তি করলেন বিদ্রোহী নারী ফুটবলাররা
সর্বশেষ খবর
সাবেক মেয়র আইভীকে আটক করতে গিয়ে অবরুদ্ধ পুলিশ, এলাকাবাসীর বিক্ষোভ 
সাবেক মেয়র আইভীকে আটক করতে গিয়ে অবরুদ্ধ পুলিশ, এলাকাবাসীর বিক্ষোভ 
যমুনার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
যমুনার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
যাদেরকে ক্ষমতায় বসিয়েছি, তারা মানুষের পালস বুঝতে পারেনি: হাসনাত
যাদেরকে ক্ষমতায় বসিয়েছি, তারা মানুষের পালস বুঝতে পারেনি: হাসনাত
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
চুল চকচকে করবে অ্যালোভেরার এই প্যাক
চুল চকচকে করবে অ্যালোভেরার এই প্যাক