বোর্নমাউথের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে গোড়ালির চোট পান আর্লিং হাল্যান্ড। কতদিনের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে, তা অজানা। তবে ম্যানসিটির আশা, এই মৌসুম শেষ হয়ে যায়নি নরওয়েজিয়ান স্ট্রাইকারের। জুনের ফিফা ক্লাব বিশ্বকাপে তাকে দেখার প্রত্যাশা।
এই মৌসুমে হাল্যান্ডকে আবার খেলতে দেখা যাবে, বিশ্বাস ম্যানসিটির। সোমবার ক্লাবের পক্ষ থেকে জারি এক বিবৃতিতে বলা হয়েছে, 'ম্যানচেস্টার সিটি এফসি নিশ্চিত করছে আর্লিং হাল্যান্ডের বাম গোড়ালিতে চোট লেগেছে।'
আরও বলা হয়েছে, 'সোমবার সকালে ম্যানচেস্টারে প্রাথমিক পরীক্ষা করা হয়েছে এবং এখন চোটের তীব্রতা নিশ্চিত করার জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।'
তারা বলেছে, 'রোগের বিস্তারিত জানতে মূল্যায়ন অব্যাহত রয়েছে। আশা করা হচ্ছে যে আর্লিং এই মৌসুমের বাকি অংশে আরও খেলার জন্য সময়মতো ফিট হয়ে উঠবেন, যার মধ্যে এই গ্রীষ্মের ফিফা ক্লাব বিশ্বকাপও রয়েছে।'
বুধবার লিস্টার সিটি এবং রবিবার ম্যানচেস্টার ডার্বিতে খেলা হবে না হাল্যান্ডের। ২৬ এপ্রিল নটিংহাম ফরেস্টের বিপক্ষে সেমিফাইনালের আগে তিনি ফিট হলে ম্যানসিটির জন্য তা হবে দারুণ ব্যাপার।