X
বুধবার, ২৮ মে ২০২৫
১৩ জ্যৈষ্ঠ ১৪৩২

হকি দেখে এখনও অবাক হন হাওয়া ছবির নায়িকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২২, ২২:২৭আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ২২:৩০

ফ্র্যাঞ্চাইজি হকি লিগের শুরু থেকে আছেন নাফিজা তুষি। প্রথমবারের মতো জমকালো এই লিগের প্রচারে বেশ ভালো ভূমিকা রেখে চলেছেন হাওয়া ছবির নায়িকা। লিগের পোষাকি নাম হকি চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় দিনে মাঠেই চলে এসেছেন তুষি। খেলার মাঝে মওলানা ভাসানী স্টেডিয়ামের টার্ফে দর্শকদের নিয়ে স্টিক ও বলের লড়াইতে অংশ নিয়েছেন লিগের অন্যতম শুভেচ্ছা দূত।

সোমবার (৩১ অক্টোবর) কার্তিকের শীতবরণের রাতে তুষি প্রেসবক্সে এসে কিছুক্ষণ খেলা দেখেছেন। ফাঁকে ফাঁকে সাংবাদিকদের সঙ্গে হকি ও নিজের ক্যারিয়ার নিয়ে অনুভূতি প্রকাশ করেছেন অবলীলায়।
ফ্র্যাঞ্চাইজি হকি লিগের শুভেচ্ছা দূত নাফিজা তুষি

স্টিক ও বলের কারুকার্যের খেলা দেখে বার বারই অবাকই হন লিগের অন্যতম শুভেচ্ছা দূত— ‘এখনও খেলাটা শিখছি। হকি খেলাটা দেখতে কিন্তু ভালো লাগে। আমার কাছে মনে হয় খুব পশ একটা খেলা। স্টিক দিয়ে যেভাবে সবাই খেলে থাকে। আমার কাছে অবাক লাগে এটা ভেবে, ওরা(খেলোয়াড়রা) একটা মাত্র স্টিক দিয়ে কতো কারিশমা করে বলটাকে ঘুরাচ্ছে, খেলছে। কীভাবে নিয়ন্ত্রণ করছে! আমি প্রথম যখন খেলাটা দেখি তখন আমার কাছে নতুন লাগছিল...।’

ফ্র্যাঞ্চাইজি লিগের মাধ্যমে দেশের হকিতে নতুন করে প্রাণ ফেরানোর চেষ্টা চলছে। দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে হকি মাঠ এখন সরগরম। তা তুষিরও দৃষ্টিগোচর হয়েছে, ‘যারা লিগ আয়োজন করছে। তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তাদের উদ্যোগের কারণে আমাদের এখানে মৃত প্রায় খেলাটা জেগে উঠছে। এখন আমার বিশ্বাস অন্য খেলার চেয়ে এটা এগিয়ে যাবে। জাতীয় পর্যায়ে আরও বেশি করে জায়গা করে নেবে’।

/টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই অভ্যুত্থানে আহতদের খোঁজ নিতে হাসপাতালে ডিএমপির প্রতিনিধিদল
জুলাই অভ্যুত্থানে আহতদের খোঁজ নিতে হাসপাতালে ডিএমপির প্রতিনিধিদল
২০৩১ সাল পর্যন্ত ইয়ামাল বার্সেলোনার
২০৩১ সাল পর্যন্ত ইয়ামাল বার্সেলোনার
জামায়াত নেতা এটিএম আজহারের খালাসের প্রতিবাদে বিক্ষোভ
জামায়াত নেতা এটিএম আজহারের খালাসের প্রতিবাদে বিক্ষোভ
পান্তের সেঞ্চুরি ছাপিয়ে দারুণ জয়ে প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গালুরু
পান্তের সেঞ্চুরি ছাপিয়ে দারুণ জয়ে প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গালুরু
সর্বাধিক পঠিত
সৌদি আরব থেকে উট এনে খামারে লালন-পালন, প্রতিটির দাম ৩০-৩২ লাখ
সৌদি আরব থেকে উট এনে খামারে লালন-পালন, প্রতিটির দাম ৩০-৩২ লাখ
নর্দার্ন বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা
নর্দার্ন বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা
একীভূত করা ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান
একীভূত করা ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান
সচিবালয়ে আন্দোলনকারীদের প্রতিহত করতে বাইরে ২ ছাত্র সংগঠনের অবস্থান
সচিবালয়ে আন্দোলনকারীদের প্রতিহত করতে বাইরে ২ ছাত্র সংগঠনের অবস্থান
লালমনিরহাটে ‘চীনা তৎপরতা’র জবাবে ১৯৭১ সালের বিমানঘাঁটি সচল করছে ভারত: এনডিটিভি
লালমনিরহাটে ‘চীনা তৎপরতা’র জবাবে ১৯৭১ সালের বিমানঘাঁটি সচল করছে ভারত: এনডিটিভি