X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

আজ ফুটবলেও বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩৪

অনুশীলনে বাংলাদেশ দল ও কোচ। বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে খেলাটা বাংলাদেশের জন্য অলীক স্বপ্ন! তারপরেও এই অলীক স্বপ্নকে ঘিরে এগিয়ে যাচ্ছে তারা। তেমন স্বপ্ন বাস্তবায়নে প্রাক বাছাই শেষে বাছাইয়ের দ্বিতীয় ধাপে বাংলাদেশ। ক্রিকেট দলের বিপক্ষে টেস্ট হারের পর ফুটবলেও আফগানিস্তানের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে জামাল ভূঁইয়াদের। প্রথম ম্যাচে আজ বুধবার মুখোমুখি হবে দু’দল। বাংলাদেশ সময় রাত ৮টায় তাজিকিস্তানের দুশানবের পামির স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। সরাসরি খেলা দেখাবে বাংলা টিভি।

বাংলাদেশ কোচ জেমি ডের দর্শন হলো-রক্ষণ জমাট রেখে প্রতি আক্রমণে উঠে খেলা। সেখানে সুযোগ পেলেই গোল করে এগিয়ে যেতে হবে। কোচের নির্দেশনায় বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ারা অপেক্ষায় আছেন জয়ের, ‘দুটি প্রস্তুতি ম্যাচের একটিতে হার ও অন্যটিতে ড্র হয়েছে। এই ম্যাচ দুটি থেকে আমরা ভুল-ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছি। আফগানিস্তান ভালো দল। তারা উইথ দ্যা বলে বেশ ভালো। তাদের সঙ্গে সেভাবেই লড়াই করতে হবে। আমরা সবাই এই ম্যাচটি খেলার অপেক্ষায় আছি। এই ম্যাচ থেকে জয় ছিনিয়ে নেওয়ার সুযোগ আছে।’

রক্ষণে ইয়াছিন-বিশ্বনাথদের ওপর ভরসা রাখতে হচ্ছে। যেন প্রতিপক্ষ কোনও সুযোগ না পায়। অভিজ্ঞ ডিফেন্ডার ইয়াছিনও নিজেদের দায়িত্ব সম্পর্কে বেশ সচেতন, ‘আমরা সবাই শতভাগ ফিট আছি। আশা করছি ভালো ফল আসবে। ম্যাচের দিন যদি নিজেদের দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করা যায় তাহলে ইতিবাচক ফল সম্ভব।’

মিডফিল্ডার মামুনুল ইসলামও র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দলটির বিপক্ষে লড়াই করতে চাইছেন। তবে তিনি মনে করেন ম্যাচটি সহজ হবে না, ‘আফগানদের বিপক্ষে ম্যাচটি মোটেও সহজ হবে না। আমরা চাইবো তাদের বিপক্ষে ইতিবাচক ফুটবল খেলতে। যেন র‌্যাংকিংয়ে এগিয়ে যেতে পারি। আমাদের দল এখন ভালো অবস্থানে আছে। সেরাটা দিয়েই ওদের কাছ থেকে পয়েন্ট আদায় করে নিতে হবে। সুযোগ পেলে তা কাজে লাগাতে হবে।’

ঘরোয়া ফুটবলে স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা নাবীব নেওয়াজ জীবন। কিন্তু দীর্ঘদিন ধরে জাতীয় দলে গোল বঞ্চিত এই ফুটবলার। তবে বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে গোল পেতে চাইছেন তিনি। জীবনের লক্ষ্য, ‘আফগানিস্তান ভালো দল। তাদের বিপক্ষে গোল করাটা সহজ হবে না। তবে আমি চাইবো লক্ষ্যভেদ করতে। এটাই আমার প্রত্যাশা।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি