X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সাকিব-মুশফিক নেই, কী বলছেন মুমিনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৫

সাকিব-মুশফিক নেই, কী বলছেন মুমিনুল গত এক বছরের টেস্টের পরিসংখ্যানে শুধু হতাশার ছবি। প্রতিপক্ষের সামনে সামান্য প্রতিরোধও গড়তে পারেনি ২০১৯ সালে খেলা পাঁচ টেস্টে। অবশ্য সেরা একাদশও নামাতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডে সাকিব আল হাসান খেলেননি। পাঁজরের চোটে ছিলেন না মুশফিকুর রহিমও। পাকিস্তানের বিপক্ষেও দলের সেরা দুই ক্রিকেটারকে পাওয়া যাচ্ছে না। তাদের অভাবের মাঝেও অধিনায়ক মুমিনুল হক ইতিবাচক দিক দেখছেন।

নিষেধাজ্ঞার কারণে সাকিবকে এক বছরের জন্য পাচ্ছে না বাংলাদেশ। তার না থাকাটা স্বাভাবিক। মুশফিক নিরাপত্তার শঙ্কায় যাননি পাকিস্তানে। শুধু এই সিরিজ নয়, প্রায় নিয়মিতই বাংলাদেশকে টেস্ট খেলতে হচ্ছে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়া। এই যেমন সবশেষ ভারত সফরে ছুটিতে ছিলেন তামিম ইকবাল।

পাকিস্তানে তিনি থাকলেও বাংলাদেশ পাচ্ছে না সাকিব-মুশফিককে। দলের সেরা দুই ক্রিকেটারকে ছাড়া খেলতে নামা নিশ্চয় চ্যালে্ঞ্জিং? অধিনায়ক মুমিনুল হক বিষয়টিকে দুইভাবে দেখছেন, ‘হ্যাঁ, দলের সেরা খেলোয়াড়ের না থাকাটা কঠিনই। তবে এটা অনেক বড় সুযোগ তরুণ খেলোয়াড়দের জন্য। তারপরও মুশফিক ভাই, সাকিব ভাই নেই, তাদের আমরা মিস করব।’

শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে এসে বিশ্রাম নিয়েছিলেন তামিম। তবে খেলেননি আফগানিস্তান ও ভারতের বিপক্ষে তিনটি টেস্ট। গত মার্চের পর সাদা পোশাকে খেলতে নামছেন বাংলাদেশের সেরা ওপেনার। পাকিস্তানে যাওয়ার আগে বিসিএলের প্রথম রাউন্ডে খেলে গেছেন রেকর্ড ৩৩৪ রানের ইনিংস।

দীর্ঘদিন পর টেস্টে তামিমের ফেরাকে স্বস্তিদায়ক মনে করছেন মুমিনুল, ‘তামিম ভাই বিশ্বমানের খেলোয়াড়। অনেক দিন পর ফিরলেও আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে তার। বিসিএলে ভালো একটা ইনিংস খেলে এসেছেন। আশা করি এখানে আত্মবিশ্বাস নিয়েই খেলতে পারবেন।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়