X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

প্রতিপক্ষকে বোনাস পয়েন্ট না দিতে ইনিংস ঘোষণা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৩

ইনিংস ঘোষণা করেছেন দক্ষিণাঞ্চলের অধিনায়ক আব্দুর রাজ্জাক তখনও পিছিয়ে ১২১ রানে, হাতে আছে ৬ উইকেট। এরপরও এলো ইনিংস ঘোষণা! বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মধ্যাঞ্চলের বিপক্ষে যেটি করেছে দক্ষিণাঞ্চল। প্রতিপক্ষের বোনাস পয়েন্ট ঠেকাতে ৪ উইকেটে ১১৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে তারা।

বিসিএলের বোনাস পয়েন্ট পদ্ধতির কারণেই এই পথ বেছে নিয়েছে দক্ষিণাঞ্চল। ১০০ ওভারের মধ্যে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নিতে পারলে পাওয়া যায় ০.৫ বোনাস পয়েন্ট। ৭ উইকেট নিলে ১ পয়েন্ট, আর ৯ বা সব উইকেট নিতে পারলে পাওয়া সর্বোচ্চ ১.৫ বোনাস পয়েন্ট। বোলিংয়ে মধ্যাঞ্চলকে এই বোনাস পয়েন্ট নিতে দেয়নি দক্ষিণাঞ্চল। ৪ উইকেট পড়ার পরই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক আব্দুর রাজ্জাক।

আজ (শনিবার) কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামের একাডেমি মাঠে ২৮.২ ‍ওভারে ৪ উইকেটে ১১৪ রানের সময় প্রথম ইনিংস ঘোষণা করে দেয় দক্ষিণাঞ্চল। শামসুর রহমান আউটের পরপরই আসে ইনিংস ঘোষণা। এর আগে মধ্যাঞ্চল তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ২৩৫ রানে।

তাদের ১০০ ওভারের মধ্যে (৮২.২ ওভার) মধ্যে অলআউট করে ইতিমধ্যে দক্ষিণাঞ্চল ১.৫ বোনাস পয়েন্ট পেয়েছে। এতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দক্ষিণাঞ্চলের ফাইনালে খেলার পথ আরও সুগম হয়েছে। এই রাউন্ডের আগেই ১৬.৩৯ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা পূর্বাঞ্চলের পয়েন্ট ১৩.০৬।

ফাইনালে খেলার জন্যই আসলে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণাঞ্চল। হারলেও যেন ফাইনাল মিস না হয়, সেই হিসাব কষে এমনটি করেছে তারা। অবশ্য শুধু দক্ষিণাঞ্চল ‍নয়, বোনাস পয়েন্টের নিয়ম চালু হওয়ার পর আগেও এই দৃশ্য দেখা গেছে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক