X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

অসহায়দের জন্য খাবার কিনেছেন লিটন-সঞ্চিতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২০, ২১:৪০আপডেট : ২৫ মার্চ ২০২০, ২১:৫৩

লিটন-সঞ্চিতা দম্পতি করোনা প্রতিরোধে এগিয়ে এসেছেন লিওনেল মেসি। স্পেনের স্বাস্থ্য খাতে তিনি দান করেছেন ১ মিলিয়ন ইউরো। বাংলাদেশের ক্রিকেটাররাও তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন প্রায় সব ক্রিকেটারই। লিটন দাস যেমন ফেসবুকে নিজের অংশগ্রহণের পাশাপাশি অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এই উইকেটকিপার ব্যাটসম্যানের এই খবরের মাঝেই তার স্ত্রী সঞ্চিতা দাস দিলেন আরেক খবর।

করোনাভাইরাসের প্রভাবে দেশের বিভিন্ন এলাকা লকডাউন হয়ে যাচ্ছে। ফলে ওই এলাকার দুস্থ-অসহায়রা কর্মহীন হয়ে পড়ছেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী সেই সব মানুষদের সহায়তায় এগিয়ে এসেছেন লিটনের স্ত্রী সঞ্চিতা। পলিথিনের ব্যাগে প্যাকেট করা খাবারের ছবি পোস্ট করে তিনি ফেসবুকে লিখেছেন, ‘এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু করার সামর্থ্য আমার নেই। আমাদের সাহায্য করারও কেউ নেই। শেষ মুহূর্তে আমরা যতখানি পেরেছি, কেনার চেষ্টা করেছি। এই কাজটা মোটেও সহজ ছিল না, অনেক ঝুঁকিপূর্ণ ছিল। কারণ এখন ঘরে নিজেকে আটকে (কোয়ারেন্টিন) রাখার সময়। দয়া করে অন্যদের সাহায্য করতে যা যা সম্ভব করুন। আপনার এ সাহায্য বাকিদের জীবনে আশীর্বাদ বয়ে আনুক।’

লিটনের স্ত্রীর ফেসবুক পোস্ট সঞ্চিতার মতো লিটনও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, ‘সবাইকে আদাব ও সালাম। আপনারা সবাই জানেন করোনাভাইরাসের সংক্রমণে চারদিকে ক্রমেই ছড়িয়ে পড়েছে কোভিড-১৯ রোগ। এই রোগ প্রতিরোধে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যার যার জায়গা থেকে।’
নিজেদের উদ্যোগের কথা জানিয়ে লিটন বলেছেন, ‘তারই অংশ হিসেবে আমরা ক্রিকেটাররা একটা উদ্যোগ নিতে যাচ্ছি, যেটি হয়তো অনুপ্রাণিত করতে পারে আপনাদেরও। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থাকা ও গত তিন মাসে আন্তর্জাতিক ম্যাচ খেলা আমরা মোট ২৭ ক্রিকেটার এক মাসের বেতনের ৫০ শতাংশ দিয়ে একটা তহবিল গঠন করেছি। এই তহবিল ব্যয় হবে কোভিড-১৯ রোগে আক্রান্ত ও সাধারণ মানুষ, যাদের গৃহবন্দি থাকা অবস্থায় জীবন চালিয়ে নিতে অনেক কষ্ট হয়।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক