X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অসহায়দের জন্য খাবার কিনেছেন লিটন-সঞ্চিতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২০, ২১:৪০আপডেট : ২৫ মার্চ ২০২০, ২১:৫৩

লিটন-সঞ্চিতা দম্পতি করোনা প্রতিরোধে এগিয়ে এসেছেন লিওনেল মেসি। স্পেনের স্বাস্থ্য খাতে তিনি দান করেছেন ১ মিলিয়ন ইউরো। বাংলাদেশের ক্রিকেটাররাও তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন প্রায় সব ক্রিকেটারই। লিটন দাস যেমন ফেসবুকে নিজের অংশগ্রহণের পাশাপাশি অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এই উইকেটকিপার ব্যাটসম্যানের এই খবরের মাঝেই তার স্ত্রী সঞ্চিতা দাস দিলেন আরেক খবর।

করোনাভাইরাসের প্রভাবে দেশের বিভিন্ন এলাকা লকডাউন হয়ে যাচ্ছে। ফলে ওই এলাকার দুস্থ-অসহায়রা কর্মহীন হয়ে পড়ছেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী সেই সব মানুষদের সহায়তায় এগিয়ে এসেছেন লিটনের স্ত্রী সঞ্চিতা। পলিথিনের ব্যাগে প্যাকেট করা খাবারের ছবি পোস্ট করে তিনি ফেসবুকে লিখেছেন, ‘এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু করার সামর্থ্য আমার নেই। আমাদের সাহায্য করারও কেউ নেই। শেষ মুহূর্তে আমরা যতখানি পেরেছি, কেনার চেষ্টা করেছি। এই কাজটা মোটেও সহজ ছিল না, অনেক ঝুঁকিপূর্ণ ছিল। কারণ এখন ঘরে নিজেকে আটকে (কোয়ারেন্টিন) রাখার সময়। দয়া করে অন্যদের সাহায্য করতে যা যা সম্ভব করুন। আপনার এ সাহায্য বাকিদের জীবনে আশীর্বাদ বয়ে আনুক।’

লিটনের স্ত্রীর ফেসবুক পোস্ট সঞ্চিতার মতো লিটনও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, ‘সবাইকে আদাব ও সালাম। আপনারা সবাই জানেন করোনাভাইরাসের সংক্রমণে চারদিকে ক্রমেই ছড়িয়ে পড়েছে কোভিড-১৯ রোগ। এই রোগ প্রতিরোধে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যার যার জায়গা থেকে।’
নিজেদের উদ্যোগের কথা জানিয়ে লিটন বলেছেন, ‘তারই অংশ হিসেবে আমরা ক্রিকেটাররা একটা উদ্যোগ নিতে যাচ্ছি, যেটি হয়তো অনুপ্রাণিত করতে পারে আপনাদেরও। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থাকা ও গত তিন মাসে আন্তর্জাতিক ম্যাচ খেলা আমরা মোট ২৭ ক্রিকেটার এক মাসের বেতনের ৫০ শতাংশ দিয়ে একটা তহবিল গঠন করেছি। এই তহবিল ব্যয় হবে কোভিড-১৯ রোগে আক্রান্ত ও সাধারণ মানুষ, যাদের গৃহবন্দি থাকা অবস্থায় জীবন চালিয়ে নিতে অনেক কষ্ট হয়।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!