করোনাভাইরাসের প্রকোপের কারণে সকল খেলাধুলা বন্ধ রয়েছে। এমনকি ২০ এপ্রিল নির্ধারিত বাফুফের নির্বাচনও স্থগিত করা হয়েছে। এবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সভা এবং নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো।
গত ১৫ মার্চ ক্লাবটির পরিচালনা পর্ষদের সভায় আগামী ১৮ এপ্রিল নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। কিন্তু সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস হানা দিয়েছে। যে কারণে নির্ধারিত সময়ে নির্বাচন হচ্ছে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সাধারণ সভা ও নির্বাচন স্থগিত রাখা হয়েছে।
ক্লাবটির ইনডিপেনডেন্ট চেয়ারম্যান অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়।
ক্লাবটির পরিচালক সারওয়ার হোসেন অবশ্য বলেছেন, ‘১৫ মার্চ আমরা নির্বাচনের তারিখ চূড়ান্ত করলেও করোনা পরিস্থিতির কারণে সবাইকে জানানোর সুযোগ হয়নি। চেয়ারম্যান আজ (রবিবার) নির্বাচন ও এজিএম স্থগিত করেছেন। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। সব মিলিয়ে খুবই সময়োচিত সিদ্ধান্ত হয়েছে।’