X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নেইমার-লাউতারোকে বার্সায় স্বাগত জানাবেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২০, ১৪:০৪আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৪:০৪

নেইমারের সঙ্গে সুয়ারেজ নেইমারের বার্সেলোনার ফেরার গুঞ্জন অনেক দিনের। গত গ্রীষ্মের দলবদলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ফেরাতে সাধ্যের সবটাই করেছে কাতালান ক্লাবটি। সফল না হলেও হাল ছাড়েনি, সামনের গ্রীষ্মের দলবদলে আবারও নেইমারের জন্য নামবে তারা। একই সঙ্গে লাউতারো মার্তিনেজকে সই করার গুঞ্জনও আছে। আলোচনায় থাকা দুই ফরোয়ার্ডকেই ন্যু ক্যাম্পে স্বাগত জানাবেন লুইস সুয়ারেজ।

২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় নাম লেখান নেইমার। সাফল্যময় চার মৌসুম কাটিয়ে ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফারে তিনি এখন প্যারিস সেন্ত জার্মেইয়ের খেলোয়াড়। কিন্তু প্যারিস ক্লাবটিতে যোগ দেওয়ার পর চোট এবং মাঠ ও মাঠের বাইরের নানা বিতর্কে হুমকির মুখে পড়ে গিয়েছিল তার ক্যারিয়ার। তখন থেকেই নেইমার আবার ন্যু ক্যাম্পে ফেরার আর্জি জানান বার্সেলোনার কাছে।

কাতালান ক্লাবটি গত গ্রীষ্মে চেষ্টা করলেও সফল হয়নি। তবে সামনের মৌসুমে তাকে আবার বার্সেলোনায় দেখা যেতে পারে। আর সেটি হলে খুশিই হবেন তার সাবেক সতীর্থ সুয়ারেজ, ‘এই মুহূর্তে আসলে খেলোয়াড়দের নিয়ে কথা বলা কঠিন। বিশ্বের এখন যা অবস্থা, সেখানে দাঁড়িয়ে অন্য কোনও আলোচনা করা সত্যি কঠিন। তবে অবশ্যই নেইমারের ক্ষেত্রে বলব, সবাই তাকে চেনে, ড্রেসিংরুমে ওর সঙ্গে সবার সম্পর্ক দারুণ। ওর আরও অনেক কিছু দেওয়ার আছে (বার্সেলোনায়)। ড্রেসিংরুমে ওকে সবসময়ই স্বাগত জানানো হবে।’

নেইমারের সঙ্গে দলবদলের আলোচনায় আছেন লাউতারো। বার্সায় সুয়ারেজের উত্তরসূরি ভাবা হচ্ছে তাকে। ইন্টার মিলান থেকে এই আর্জেন্টাইন স্ট্রাইকার এলে ‘বিপদে’ পড়বেন সুয়ারেজই। এরপরও লাউতারোকে দলে চাইছেন উরুগুইয়ান স্ট্রাইকার, ‘ইতালিতে দারুণভাবে বেড়ে উঠেছে লাউতারো। নাম্বার নাইন হিসেবে ওর খেলার ধরন দেখার মতো। এটাই প্রমাণ করে ও কতটা দারুণ স্ট্রাইকার।’

বার্সেলোনাভিত্তিক ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোয় দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও যোগ করেছেন, ‘যে সব খেলোয়াড় একাদশে জায়গা পাওয়ার লড়াই করতে এবং দলকে সাহায্য করতে আসবে, তাদের সবাইকে স্বাগত জানানো হবে। এটা সবসময়ই দারুণ ব্যাপার এবং এতে দলের শক্তি বাড়ে।’ 

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!