X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ম্যানইউয়ের মিশন এখন জার্মানি

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০২০, ১৩:৫৩আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৪:১৭

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানইউ ১৩ মার্চ থেকে ইউরোপিয়ান ফুটবলের একের পর এক প্রতিযোগিতা স্থগিতের ঘোষণা আসতে থাকে। প্রথমে ঘরোয়া লিগ, এরপর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। এর ঠিক একদিন আগে, অর্থাৎ ১২ মার্চ ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। অস্ট্রিয়ান ক্লাব লাস্ককে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রেখেছিল তারা। লম্বা বিরতি পর ইংলিশ ক্লাবটি শেষ আট নিশ্চিত করেছে গতকাল (বুধবার) রাতে।

অস্ট্রিয়া থেকে ৫-০ গোলে জিতে ফেরা ম্যানইউ ঘরের মাঠে লাস্ককে হারিয়েছে ২-১ গোলে। তাতে দুই লেগ মিলিয়ে ৭-১ অগ্রগামিতায় নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল।

করোনাভাইরাসের কারণে ইউরোপা লিগের নকআউট পর্ব হবে জার্মানিতে। ইতিমধ্যে সেখানে শুরুও হয়ে গেছে খেলা। তাই ম্যানইউ শেষ ষোলোর দ্বিতীয় লেগ ঘরের মাঠে খেললেও প্রতিযোগিতাটির পরের অংশ খেলবে জার্মানিতে। এবারের প্রিমিয়ার লিগে তৃতীয় হওয়া রেড ডেভিলদের শিরোপার ‘মিশন জার্মানি’।

ওল্ড ট্র্যাফোর্ডের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর সফরকারীরা এগিয়ে যায় ৫৫ মিনিটে। তবে মিনিট দুয়েক পরই ম্যানইউ সমতায় ফেরে জেসি লিনগার্ডের লক্ষ্যভেদে। এরপর শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন আন্থোনি মার্সিয়াল।

জার্মানির নকআউট পর্বে কোয়ার্টার ফাইনালে ম্যানইউয়ের প্রতিপক্ষ ডেনমার্কের ক্লাব কোপেনহেগেন।

ইন্টার মিলানের কিন্তু শেষ ষোলো থেকেই শুরু হয়ে গেছে নকআউট রাউন্ড। করোনাভাইরাস থাবা মারার আগে তারা খেলতে পারেনি প্রথম লেগ। তাই গেতাফের বিপক্ষে শেষ ষোলো থেকেই নামতে হয়েছে নকআউট পর্বে। জার্মানির অ্যারেনা উফশালকেতে স্প্যানিশ ক্লাবটিকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার।

৩৩ মিনিটে রোমেলু লুকাকুর লক্ষ্যভেদে এগিয়ে যাওয়া ইন্টার ৮৩ মিনিটে জয় নিশ্চিত করে ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক