শ্রীলঙ্কা টেনিস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় কলম্বোতে চলছে আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশিপস। এতে বালকদের বিভাগে বাংলাদেশের দুই খেলোয়াড়ের অভিযান কোয়ার্টার ফাইনালে এসে থেমে গেছে। দুজনেই হেরে গেছেন।
আজ বালক এককের কোয়ার্টার ফাইনাল খেলায় বাংলাদেশের কাব্য গায়েন ২-৬, ৪-৬ গেমে সিঙ্গাপুরের তায় মেথিও এর কাছে হেরে যান। অন্য দিকে স্বদেশী মোহাম্মদ আকাশ ১-৬, ১-৬ গেমে স্বাগতিক শ্রীলঙ্কার পেইরিস পাত্তিয়াগের কাছে হেরে বিদায় নেন।