X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

এআই দিয়ে বানানো ছবি চেনার ৫ উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২১

ফেসবুকে কোনও ছবি দেখে মুগ্ধ হয়ে বা আবেগতাড়িত হয়ে শেয়ার দেওয়ার পর জানতে পারলেন ছবিটি আদৌ সত্য নয়। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি ছবি এটি। আজকাল প্রায়ই ঘটছে এমন ঘটনা। রাজনৈতিক অস্থিরতা বা নির্দিষ্ট কোনও ঘটনায় মানুষকে বোকা বানানোর জন্য বা স্বার্থসিদ্ধির জন্য অবিকল আসলের মতো ছবি বানিয়ে ভাইরাল করে দেওয়া হচ্ছে নেট দুনিয়ায়। এআই দিয়ে বানানো ছবি দেখতে অবিকল আসল ছবির মতো হলেও একটু লক্ষ করলেই নানা ধরনের অসঙ্গতি চোখে পড়ে। জেনে নিন কীভাবে চিনবেন ছবিটি আসল নাকি এআই দিয়ে বানানো। 

১। এআই দিয়ে তৈরি ছবির অঙ্-প্রত্যঙ্গগুলো ভালো করে খেয়াল করুন। প্রায় সময়েই দেখা যায় হাত, পা, চোখ বা কানের মধ্যে অসামঞ্জস্য। এক্ষেত্রে আঙুল থাকতে পারে অতিরিক্ত বা অনিয়মিত আকারের হাত, বা চোখগুলো সামান্য মিসলাইন করা থাকতে পারে। দাঁত অদ্ভুত প্যাটার্নে প্রদর্শিত হতে পারে, বা কান বাঁকা হতে পারে। অনেক সময় হাত ও পায়ের অবস্থান, দিক ঠিক থাকে না 

২। সূক্ষ্মভাবে চুলগুলো লক্ষ করলেও অসঙ্গতি চোখে পড়বে। চুলের প্রান্তগুলো অস্বাভাবিকভাবে ঝাপসা মনে হতে পারে। চুলে বিভিন্ন টেক্সচার মিশ্রিত লাগতে পারে। 

৩। ছবিটি এআই দিয়ে বানানো এমন সন্দেহ হলে সূত্র যাচাই করতে গুগল লেন্স ব্যবহার করতে পারেন। ব্যবহার করতে পারেন ‘রিভার্স ইমেজ সার্চ’। হাইভ মডারেশন ও ইয়ানডেক্সের মতো টুলও ব্যবহার করতে পারেন। এসব ব্যবহার করে ছবিটি আর কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে খুঁজে পাওয়া যাবে। এআই দিয়ে তৈরি ছবি খুব অল্প কিছু জায়গায় খুঁজে পাওয়া যাবে। বিশ্বস্ত ওয়েবসাইট বা সূত্র থেকে ছবিটি এসেছে কি না, সেটিও বোঝা যাবে।

৪। এআই দিয়ে বানানো ব্যক্তির ছবির ক্ষেত্রে চেহারা সাধারণত অতিরিক্ত ঝকঝকে লাগে। 

৫। কেবল ব্যক্তি নয়, আশেপাশে থাকা নানা কিছু দেখেও বোঝা যায় ছবিটি এআই দিয়ে বানানো। যেমন ব্যাকগ্রাউন্ডগুলো খুব মসৃণ দেখাতে পারে বা কাপড় বা দেওয়ালের প্যাটার্নগুলো খুব অভিন্ন দেখাতে পারে।


তথ্যসূত্র: বিবিসি, এন্ডারটেক 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক