X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

অনলাইনেও জমেছিল কোরবানির পশু বিক্রি

হিটলার এ. হালিম
১২ আগস্ট ২০১৯, ১১:৪৮আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১১:৫১





অনলাইনে পশুর হাট

অনলাইনেও জমেছিল কোরবানির পশুর হাট। মূলত অনলাইনে কোরবানির পশুর মধ্যে শীর্ষে ছিল গরু ও ছাগল। তবে কী পরিমাণ পশু বিক্রি হয়েছে তার সামগ্রিক চিত্র পাওয়া না গেলেও উদ্যোক্তারা পশু বিক্রির ক্ষেত্রে সন্তোষ প্রকাশ করেছেন। 
অনলাইন নির্ভর ই-কমার্স সাইটগুলোতে কোরবানির পশু বিক্রির তথ্য পাওয়া গেলেও ফেসবুক নির্ভর তথা এফ কমার্সে বিক্রি হওয়া কোরবানির পশুর কোনও তথ্য পাওয়া যায় না। ই-ক্যাবের কাছেও এ বিষয়ে কোনও তথ্য নেই। 
অনলাইন হাটের মধ্যে রয়েছে— বিক্রয় ডট কম, বেঙ্গলমিট, দারাজ, আমেরিকান ডেইরি, দেশি মিট, প্রিয়শপ, আমার দেশ ও আমার গ্রাম-এর মতো প্রতিষ্ঠান। অন্যদিকে, সাদিক অ্যাগ্রো ফার্মের মতো অনেক ফেসবুক পেজ থেকেও বিক্রি হয়েছে কোরবানির পশু।
এসব বিষয়ে জানতে চাইলে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাধারণ সম্পাদক আবদুল ওহায়েদ তমাল বলেন, ‘আমাদের কাছে আসলে কোনও পরিসংখ্যান এখনও নেই। হয়তো ঈদের পরে সঠিক পরিসংখ্যান জানতে পারবো। তবে ক্রেতাদের রেসপন্স ভালো। বিক্রিও ভালো হয়েছে।’ 
বিক্রয় ডটকম সূত্রে জানা গেছে, এবার এই মার্কেট প্লেস থেকে তিন হাজারের বেশি কোরবানির পশু বিক্রি হয়েছে। ২০১৮ সালে তাদের বিক্রি সংখ্যা ছিল ২ হাজার ২৯৩টি। আর ২০১৭ সালে বিক্রির সংখ্যা ছিল ১ হাজার ৫৪৪টি। 
বেঙ্গল মিটের মোহাম্মদ আসাদুজ্জামান খান (হেড অফ রিটেইল সেলস) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এবার অনলাইনে এক হাজার ২০০ গরু বিক্রি করেছি। আর কোরবানির অর্ডার পেয়েছি ৩০০ গরুর। ঈদের দিন কোরবানি শেষে এগুলো প্রসেস করে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে।’ 
প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী আশিকুল আলম খান বলেন, ‘এবারই আমরা প্রথমবারের মতো গরু বিক্রি শুরু করেছি। প্রথমবার হিসেবে রেসপন্স খারাপ না। আমরা চারটি গরু বিক্রি করেছি।’ 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক