X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মেলায় ফাইভ-জি ফোন, রয়েছে এক্সপেরিয়েন্স জোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
০৭ জানুয়ারি ২০২২, ২০:১৬আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ২২:২২

স্মার্টফোন ও ট্যাব মেলায় পাওয়া যাচ্ছে ফাইভ-জি ফোন। মেলার প্রথম দুই দিনে স্যামসাং ও অপো তাদের ফাইভ-জি ফোন অবমুক্ত করেছে। এছাড়া শাওমি, ভিভো ইত্যাদি ব্র্যান্ডও বিক্রি করছে ফাইভ-জি ফোন। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো বলছে, ফাইভ-জি ফোনে ক্রেতাদের আগ্রহ বেশি।

এছাড়া রয়েছে ফাইভ-জি এক্সপেরিয়েন্স জোন। হুয়াওয়ের সহযোগিতায় মোবাইল ফোন অপারেটর টেলিটকের প্যাভিলিয়নে রয়েছে ফাইভ-জি এক্সপেরিয়েন্স জোন। প্রথম দিন থেকেই এই জোনে দর্শকের উপচে পড়া ভিড় দেখা গেছে। 

মেলার দ্বিতীয় দিন শুক্রবার (৭ জানুয়ারি) অপো  অবমুক্ত করেছে তাদের নতুন ফাইভ-জি ফোন ফাইন্ড এন। এটি ফোল্ডেবল (ভাঁজযোগ্য) মোবাইল। অপো ক্রিকেটার সাকিব আল হাসানকে তাদের অ্যাম্বাসেডর হিসেবে বেছে নিয়েছে। মেলায় সাকিব আল সই করেন।

শাওমিও এনেছে ফাইভ-জি ফোন। শাওমি ‘১১টি প্রো’ হলো ফ্ল্যাগশিপ ফাইভ-জি ফোন। এছাড়া শাওমির সাব-ব্র্যান্ড পোকো এম-থ্রি ফাইভ-জি ফোন নিয়ে এসেছে। মেলায় ডিএক্স  গ্রুপের প্যাভিলিন থেকে শাওমি ফোন কিনলে পাওয়া যাবে ৪ হাজার টাকা পর্যন্ত ছাড়, সঙ্গে উপহার।

এদিকে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্যামসাং মেলায় গ্যালাক্সি এস২১ এফই মডেলের ফাইভ-জি ফোন অবমুক্ত করে। শক্তিশালী পারফরমেন্সের ফোনটিতে থাকছে উন্নত ফিচার ও ফাইভজি নেটওয়ার্ক। এতে রেয়ছে ৮ জিবি র‌্যাম ও ১৩২ জিবি রম।

ভিভো ওয়াই১২এ স্মার্টফোনে দিচ্ছে এক হাজার টাকা ছাড়। মেলায় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে ফাইভ-জি নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে উজ্জ্বল উপস্থিতি রয়েছে ভিভোরও। ভিভো’র এক্স৭০প্রো মডেলের ফোনে রয়েছে ফাইভ-জি নেটওয়ার্ক।

ওয়ালটন স্মার্টফোন, ট্যাবলেট পিসি ও এক্সেসরিজে রয়েছে ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়, ফ্রি হোম ডেলিভারি।

মেলার আয়োজক মেকার কমিউনিকেশনের প্রধান নির্বাহী মুহম্মদ খান বলেন, ‘দীর্ঘ বিরতির পর আয়োজিত মেলায় দর্শকদের উপস্থিতিতে আমরা আনন্দিত। আশা করছি, দর্শকরা নিজেদের পছন্দের স্মার্টফোন কেনার পাশাপাশি সরাসরি ফাইভ-জি অভিজ্ঞতা নেবেন।’

ডিএক্স ক্লাব মেলায় ডিএক্স ক্লাব

মেলায় ব্যতিক্রমধর্মী আয়োজন নিয়ে এসেছে ডিএক্স গ্রুপ। প্রতিষ্ঠানটি শাওমি স্মার্টফোন বিক্রির পাশাপাশি তাদের নতুন ই-কমার্স প্ল্যাটফর্ম ডিএক্স মার্টের কার্যক্রম প্রদর্শন করছে। এই প্যাভিলিয়নে রয়েছে ডিএক্স ক্লাব। এখান থেকে শাওমি ফোন কিনলে স্বয়ংক্রিয়ভাবে তিনি ক্লাবের সদস্য হবেন। সেই সদস্যপদ ব্যবহার করে তিনি দেশের বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল, বিমান ভাড়া, কেনাকাটায় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিন ব্যাপী স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু হয়। শেষ হবে শনিবার। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!