X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছেন: পলক

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ আগস্ট ২০২২, ১৬:৩২আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৬:৪৮

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকর সব পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সিংড়া উপজেলা মিলনায়তনে উপজেলা পরিষদের অর্থায়নে ৯১ নারী উদ্যোক্তার মাঝে সেলাই মেশিন বিতরণকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারীদের ক্ষমতায়নের জন্যে তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতার নির্দেশনা প্রদান করেছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করেন শেখ হাসিনা। ১৯৯৬ সালে সরকারের দায়িত্ব গ্রহণ করে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরির নিয়োগে নারীদের ৬০ শতাংশ কোটা বরাদ্দ দেন। যুগান্তকারী এ আইনের ফলে পাল্টে গেছে নারীদের সামাজিক অবস্থান। এখন আর যৌতুকসহ অপরিণত বয়সে বিয়ে দিতে মেয়েদের অভিভাবকদের ব্যতিব্যস্ত হতে হয় না। উল্টো ছেলেদের অভিভাবক মেয়েদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। এর ফলে নারীদের পড়াশোনা নির্বিঘ্ন হয়েছে। তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থান সুসংহত হয়েছে এবং মর্যাদা বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী মাতৃত্বকালীন ভাতারও প্রবর্তন করেছেন। এর ফলে অন্তঃসত্ত্বা অবস্থা থেকে শিশু ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত মায়েদের আদর-যত্ন নিশ্চিত হয়, নিশ্চিত হয় নিরাপদ প্রসব। এর ফলে দেশ অর্জন করে সুস্থ-সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম।’

পলক বলেন, ‘ডিজিটাল আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে সারা দেশে সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার তৈরি করা হয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক তরুণী। তারা বাড়িতে বসে অনলাইন মার্কেটপ্লেসে কাজ করে বৈদেশিক মুদ্রা উপার্জন করছেন।’

তিনি আরও বলেন, ‘‘নারীর শক্তিকে পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আমরা নারী, আমরাই পারি’ এই স্লোগানে ‘হার পাওয়ার’ প্রকল্প কার্যক্রম চালু করেছেন। এ প্রকল্পের মাধ্যমে সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হচ্ছে। নারীদের কর্মক্ষেত্রের বিস্তৃতি ঘটাতে কাজ করছে জয়িতা ফাউন্ডেশন। কাজ করছে অনলাইন মার্কেটপ্লেস ‘উইমেন অ্যান্ড ই-কমার্স’। নারী উদ্যোক্তারা শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার আর  হাইটেক পার্কেও তাদের স্বাধীন কর্মক্ষেত্র রয়েছে। নারীদের কর্মক্ষেত্রের বিস্তৃতি ঘটাতে স্টার্টআপ কোম্পানি লিমিটেড স্বল্প সুদে নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়াচ্ছে।’’

উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। খবর: বাসস

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পলকসহ ৩ জন ফের রিমান্ডে
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
রিমান্ডে পলক, নতুন মামলায় গ্রেফতার কামরুল-কামাল-আতিক
সর্বশেষ খবর
উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহালের দাবি
উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহালের দাবি
ব্যাটারিচালিত রিকশার নির্ধারিত ভাড়া ও পার্কিং থাকবে: ডিএনসিসি প্রশাসক
ব্যাটারিচালিত রিকশার নির্ধারিত ভাড়া ও পার্কিং থাকবে: ডিএনসিসি প্রশাসক
আদান-প্রদানের মাধ্যমে ইনোভেশন বেশি সফল হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
আদান-প্রদানের মাধ্যমে ইনোভেশন বেশি সফল হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
পাকিস্তানে যেসব স্থানে হামলা চালানোর দাবি করলো ভারত
পাকিস্তানে যেসব স্থানে হামলা চালানোর দাবি করলো ভারত
সর্বাধিক পঠিত
বন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইনবন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি