X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

সেই পারুলকে ২ লাখ টাকা ফেরত দেওয়া হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৪, ১৮:৩৫আপডেট : ২৩ জুন ২০২৪, ১৮:৩৯

রাজশাহীর তানোর উপজেলার পোস্টমাস্টারের মাধ্যমে প্রতারিত পারুল বেগমকে তার গচ্ছিত ২ লাখ টাকা ফেরত দেওয়া হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনায় ডাক অধিদফতর এ সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (২৩ জুন) ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাক অধিদফতরের তানোর উপজেলা পোস্ট অফিসে পরিবার সঞ্চয়পত্রে টাকা জমা রেখে তা ফেরদ না পাওয়ায় পারুল বেগমের আত্মহত্যার চেষ্টা বিষয়ে কয়েকটি গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন প্রতিমন্ত্রীর দৃষ্টিতে এসেছে। তিনি ডাক অধিদফতরের মহাপরিচালকের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান। পরে ডাক অধিদফতর থেকে জানানো হয়, পারুল বেগম তানোর উপজেলা ডাকঘরে ২ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র কেনেন। মেয়াদ শেষ হওয়ার পর পুণরায় মুনাফা লাভের আশায় উপজেলা পোস্টমাস্টার মোহাম্মদ মোকসেদ আলীর কাছে ২ লাখ টাকা জমা রাখেন। মাসে মাসে যথারীতি আগের মতই মুনাফা গ্রহণ করতেন। কিন্তু দ্বিতীয়বারে ২ লাখ টাকা জমা রাখার সময় তিনি অফিসিয়ালি কোনও সঞ্চয়পত্র কেনেননি। পারস্পরিক বিশ্বাসে আর্থিক লেনদেন করেছেন। যেহেতু পারস্পরিক বিশ্বাসে টাকা জমা রেখেছেন, সে ক্ষেত্রে এর দায় ডাক বিভাগের ওপর বর্তায় না। তা সত্ত্বেও  প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট পোস্ট মাস্টারের কাছ থেকে ব্যক্তিগত লেনদেনের টাকা আদায়ে পারুল বেগমকে সহযোগিতাসহ সংশ্লিষ্ট উপজেলা পোস্ট মাস্টারের বিরুদ্ধে অনৈতিক আর্থিক লেনদেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশনা দেন।

পলক বলেন, ‘ডাক বিভাগের অল্পসংখ্যক অসৎ কর্মীদের জন্য গোটা ডাক পরিবার ও ডাক পরিবারের সব সদস্যের সম্মান আমরা নষ্ট করতে চাই না। তাই ডাক পরিবারের সম্মান অক্ষুণ্ণ রাখতে। বাংলাদেশের নাগরিকদের কাছে ডাক বিভাগের গ্রহণযোগ্যতা বহাল থাকতে আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে।’

/এসএনএস/এসআই/আরকে/
সম্পর্কিত
পলকসহ ৩ জন ফের রিমান্ডে
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
রিমান্ডে পলক, নতুন মামলায় গ্রেফতার কামরুল-কামাল-আতিক
সর্বশেষ খবর
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’