X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

রুশ ও চীনা ভ্যাকসিন ব্যবহারের সম্ভাবনা কম: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০২০, ২১:২২আপডেট : ০২ আগস্ট ২০২০, ০০:১২

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ চীন ও রাশিয়ার উদ্ভাবিত করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার প্রতিনিধি পরিষদের একটি উপ-কমিটির শুনানিতে এই উদ্বেগ প্রকাশ করেন দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই বিষয় উঠে এসেছে।

রুশ ও চীনা ভ্যাকসিন ব্যবহারের সম্ভাবনা কম: যুক্তরাষ্ট্র



বেশ কয়েকটি চীনা কোম্পানি কোভিড-১৯-এর প্রতিষেধক উদ্ভাবনের সামনের সারিতে রয়েছে। রাশিয়া সেপ্টেম্বরে নিজেদের ভ্যাকসিন প্রয়োগের সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করেছে। কিন্তু ফাউচি বলছেন, দুটি দেশে উদ্ভাবিত ভ্যাকসিন যুক্তরাষ্ট্রের ব্যবহারের সম্ভাবনা কম। কারণ, এসব দেশের নিয়ন্ত্রণ ব্যবস্থা পশ্চিমের তুলনায় অস্বচ্ছ।
করোনা মহামারিতে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে পর্যালোচনা করছে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস সাব-কমিটি। শুক্রবার (৩১ জুলাই) তারা মার্কিন কংগ্রেসে একটি শুনানির আয়োজন করে। সেখানে যুক্তরাষ্ট্রে তৈরি হতে যাওয়া করোনা ভ্যাকসিন নিয়ে কথা বলেন ফাউচি। তিনি বলেন, আমি সত্যি আশা করি যে চীন ও রাশিয়া কারও দেহে ভ্যাকসিন প্রয়োগের আগে প্রকৃত পরীক্ষা চালাবে। পরীক্ষার আগেই ভ্যাকসিন প্রস্তুত বলে দাবি করাটা আমার কাছে সমস্যাজনক বলে মনে হয়।
যুক্তরাষ্ট্র করোনার ভ্যাকসিনের জন্য ‘অপারেশন ওয়ার্প স্পিড’ গ্রহণ করেছে। এর আওতায় সানোফি, জিএসকে কোম্পানিকে ২১০ কোটি ডলার প্রদান করবে ভ্যাকসিন উদ্ভাবনের জন্য। মডার্নার তৈরি ভ্যাকসিনটিকে সবচেয়ে সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে। এরইমধ্যে এ ভ্যাকসিনের তৃতীয় ধাপের হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে। এ ধাপে ৩০ হাজার স্বেচ্ছাসেবীর দেহে এ ভ্যাকসিন প্রয়োগ করে পরীক্ষা করা হবে।
শুনানিতে ফাউচি জানান, ২০২০ সালের শেষ নাগাদ মানুষের হাতে ভ্যাকসিন পৌঁছাবে কিনা তা নিয়ে তিনি ‘সতর্ক আশাবাদী’। তবে তার আশা, ভ্যাকসিনের জন্য যুক্তরাষ্ট্রকে অন্য দেশের ওপর নির্ভর করতে হবে না।
করোনা মহামারিতে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে পর্যালোচনা করছে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস সাব-কমিটি। শুক্রবার (৩১ জুলাই) তারা মার্কিন কংগ্রেসে একটি শুনানির আয়োজন করে। সেখানে যুক্তরাষ্ট্রে তৈরি হতে যাওয়া করোনা ভ্যাকসিন নিয়ে কথা বলেন ফাউচি। তিনি বলেন, ‘আমরা আশা করছি শরতের শেষে কিংবা শীতের শুরুতে আমরা একটি নিরাপদ ও কার্যকর’ ভ্যাকসিন হাতে পাবো। ট্রায়াল দেওয়া ছাড়া কারও পক্ষেই নিশ্চিত করে বলা সম্ভব নয় যে এটি নিরাপদ কিংবা কার্যকর। তবে আমরা সতর্ক আশাবাদী যে এ ভ্যাকসিন সফল হবে।’

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ব্যাংকারদের সঙ্গে ইহুদি চরিত্র ‘শাইলক’-এর তুলনা করে তোপের মুখে ট্রাম্প
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
তালেবানের সঙ্গে রাশিয়ার সম্পর্কোন্নয়নকে স্বাগত জানাল চীন
সর্বশেষ খবর
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ