X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ফাউচির কথা শুনলে ৮ লাখ মানুষের মৃত্যু হতো: ট্রাম্প

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০২০, ০৭:০০আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১২:২২

নির্বাচনি প্রচারণায় যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচির ওপর চড়াও হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৯ অক্টোবর) নিজের প্রচার কর্মীদের এক সম্মেলনে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ফাউচির ভূমিকাকে লক্ষ্যবস্তু বানান ট্রাম্প। এই বিশেষজ্ঞের পরামর্শ শুনলে মহামারিতে যুক্তরাষ্ট্রের আট লাখের বেশি মানুষ মারা যেতো বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ফাউচির সঙ্গে মতবিরোধের জেরে হোয়াইট হাউজের করোনা টাস্কফোর্স ভেঙে দেন ট্রাম্প

১৯৮৪ সাল থেকে ড. অ্যান্থনি ফাউচি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (এনআইএআইডি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের প্রাথমিক অবস্থায় তিনি হোয়াইট হাউজের করোনা টাস্কফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে, প্রেসিডেন্টের সঙ্গে মতবিরোধের জের ধরে ওই টাস্কফোর্স বিলুপ্ত ঘোষণা করা হয়।

সোমবার নিজের প্রচার কর্মীদের সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘মানুষ করোনাভাইরাস নিয়ে ক্লান্ত। ফাউচি আর এইসব অপদার্থদের কথা শুনতে শুনতেও মানুষ ক্লান্ত।’

মার্কিন সরকারের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করে আসা ড. অ্যান্থনি ফাউচি ‘ভালো মানুষ’ ছিলেন বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘তবে তিনি এক জায়গায় পাঁচশ’ বছর ধরে রয়েছেন।’

কোনও প্রমাণ উল্লেখ ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, 'যদি ফাউচির কথা শুনতাম, ৫ লাখ মানুষের মৃত্যু হতো।' কয়েক সেকেন্ডের ব্যবধানে তিনি আবার বলেন, 'ফাউচির কথা শুনলে ৭ থেকে ৮ লাখ মানুষের মৃত্যু হতো। ফাউচি একটা বিপর্যয়।’

উল্লেখ্য, করোনাভাইরাসের মহামারিতে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৮২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর এই মহামারিতে প্রাণ হারিয়েছে দেশটির দুই লাখ ২০ হাজারের বেশি মানুষ। বিরোধীদের অভিযোগ প্রেসিডেন্ট ট্রাম্প ভাইরাসটির ভয়াবহতাকে খাটো করে দেখানোর চেষ্টা করার কারণেই দেশটির বহু মানুষের প্রাণহানি হয়েছে। তবে তা অস্বীকার করে আসছেন ট্রাম্প।

সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিকে নিয়ে সোমবার ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্য করার আগের দিন এই বিশেষজ্ঞের একটি সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। ওই সাক্ষাৎকারে ফাউচি বলেন, ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তিনি একেবারেই বিস্মিত হননি কারণ তিনি ন্যূনতম সামাজিক দূরত্ব বজায় রাখা বাদ দিয়েই জনাকীর্ণ অনুষ্ঠান আয়োজন করে গেছেন আর নিজের লক্ষণ দেখা দেওয়ার কয়েক দিন আগে পর্যন্তও মাস্ক ব্যবহারে অবহেলা করেছেন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
গাজায় ইসরায়েলি আগ্রাসনে মরক্কোর নেপথ্য সহযোগিতা
যুক্তরাষ্ট্র যাচ্ছেন নেতানিয়াহু, গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের তোড়জোড়
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক