X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ব্রাজিলে ৫০.৪ শতাংশ কার্যকর চীনের সিনোভ্যাক

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০২১, ১৪:২৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৪:২৩

ব্রাজিলে পরিচালিত ক্লিনিক্যাল ট্রায়ালে চীনের সিনোভ্যাক বায়োটেক উদ্ভাবিত কোভিড ১৯ ভ্যাকসিন ৫০ দশমিক ৪ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ব্রাজিলের গবেষকরা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এর আগে ইন্দোনেশিয়া ও তুরস্কে একই ভ্যাকসিনের ট্রায়ালে ভিন্ন ফল পাওয়া গিয়েছিল। ইন্দোনেশিয়ার জাতীয় ওষুধ ও খাদ্য নিয়ন্ত্রক এজেন্সি সোমবার জানিয়েছে, দেশটিতে এ টিকার কার্যকারিতার হার ৬৫ দশমিক ৩ শতাংশ, যা ডাব্লিউএইচও-এর শর্তকে পূরণ করে। সে অনুযায়ী, সিনোভ্যাক টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটি। এর আগে গত মাসে তুর্কি গবেষকরা জানান, দেশটিতে সিনোভ্যাকের টিকা ৯১ দশমিক ২৫ শতাংশ কার্যকর। তবে ব্রাজিলে চালানো চূড়ান্ত দফার ট্রায়ালে এর কার্যকারিতা তুলনামূলকভাবে অনেক কম দেখা গেছে। দেশটিতে মূলত ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন ফলাফল মিলছে।

ব্রাজিলে এ ট্রায়াল চালিয়েছে বুটানটান ইনস্টিটিউট। গত সপ্তাহেও তারা দাবি করেছিল, মৃদু ও গুরুতর রোগীদের ক্ষেত্রে ভ্যাকসিনটি ৭৮ শতাংশ কার্যকর। কিন্তু চূড়ান্ত পর্বের ট্রায়ালে ভিন্ন ফল মিলেছে। এর মধ্যেই কোম্পানির অনুরোধে পূর্ণাঙ্গ ফলাফল স্থগিত করায় ভ্যাকসিনটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ব্রাজিলে তিন মাসের ক্লিনিক্যাল ট্রায়ালে নয় হাজার স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিনটির দুইটি করে ডোজ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিলে। সরকারি হিসাবে দেশটিতে এখন পর্যন্ত ৮১ লাখ ৯৫ হাজার ৬৩৭ শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে দুই লাখ চার হাজার ৭২৬ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এরইমধ্যে করোনার একাধিক টিকাও আবিষ্কৃত হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
যুক্তরাষ্ট্রে ফাঁদ পেতে দমকলকর্মীদের ওপর হামলা, নিহত ২
জোহরান মামদানি কি একজন কমিউনিস্ট?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক