X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ধনকুবের পালানোর ঘটনায় তুরস্কে পাইলট ও কর্মকর্তাদের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪১
image

২০১৯ সালে জাপান থেকে নিশানের সাবেক চেয়ারম্যান কার্লোস গোয়েনের নাটকীয় পালানোর ঘটনায় জড়িত থাকায় দুই পাইলট ও এক কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে তুরস্কের একটি আদালত।  একটি বেসরকারি এয়ারলাইন্সে কর্মরত ছিলো তারা। বুধবার ইস্তানবুলের একটি আদালত তাদের প্রত্যেককে চার বছরের কারাদণ্ড দেয়। তবে অপরাধের ঘটনা জানাতে ব্যর্থতার অভিযোগ থেকে খালাস পেয়েছেন দুই ফ্লাইট অ্যাটেনডেন্ট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বাদ্যযন্ত্রের বাক্সের মধ্যে লুকিয়ে লেবাননে পালিয়েছেন জাপানের গাড়ি নির্মানকারী প্রতিষ্ঠান নিশানের সাবেক প্রধান কার্লোস গোয়েন। আর্থিক অসদাচরণের অভিযোগে বিচারের মুখে থাকা গোয়েনকে হলিউড ছবির মতো করে এই পালানতে সাহায্য করার নেপথ্যে ভূমিকা রাখেন তার স্ত্রী। তাকে সহায়তা দিয়েছে একটি গ্রেগরিয়ান গানের দল ও বিশেষ বাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তারা। গোয়েন একটি প্রাইভেট বিমানে করে প্রথমে ইস্তানবুল এবং পরে সেখান থেকে লেবাননের বৈরুতে পালিয়ে যান।

বুধবার দণ্ডিত হওয়া পাইলট নোয়ান পাসিন এবং বাহরি কুতলু সোমেক বরাবরই ওই ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তাদের দাবি, কোন সময়ে গোয়েন তাদের ফ্লাইটে উঠে পড়েছেন সেই বিষয়ে কিছুই জানতেন না তারা। এয়ারলাইন্সের দণ্ডিত কর্মকর্তা ওকান কোসেমেনের দাবি ইস্তানবুলে অবতরণের পরই তিনি গোয়েনের বিমানে থাকার কথা জানতে পারেন তিনি। তিনি স্বীকার করেন যে ইস্তানবুল থেকে বৈরুতে যেতে গোয়েনকে সহায়তা করেছেন তিনি।

তুরস্কের কোম্পানি এমএনজি জেট স্বীকার করে নেয় গোয়েনের পালানোয় তাদের দুইটি বিমান ব্যবহার হয়েছে। কোম্পানিটির দাবি কর্মীদের মিথ্যাচারের কারণেই গোয়েনের নাম ফ্লাইট রেকর্ডে ওঠেনি।

উল্লেখ্য, লেবাননি বংশদ্ভুত কার্লোস গোয়েনের জন্ম ব্রাজিলে। এরপর তার ছোটবেলা কাটে লেবাননের বৈরুতে। পরে উচ্চশিক্ষার জন্য ফ্রান্স ও কর্মক্ষেত্র জাপানে বসবাস করেন তিনি। এর ফলে লেবানন, ব্রাজিল, ফ্রান্স ও জাপানের পাসপোর্ট রয়েছে কার্লোস গোয়েনের। ২০১৮ সালে জাপানে গ্রেফতার হওয়ার আগে তার মোট সম্পদের পরিমাণ ছিল ১২০ মিলিয়ন মার্কিন ডলার। পরে কঠোর শর্তের অধীনে জামিন পেয়ে টোকিওতে নিজ বাসভবনে ছিলেন তিনি। সেখানে গানের দলটি আসলে পালানোর পরিকল্পনা করেন কার্লোস গোয়েন।

/জেজে/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার ব্যস্ত ক্যাফেতে ইসরায়েলি হামলার নৃশংসতা
ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৯৩৫: ইরান
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক