X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ধনকুবের পালানোর ঘটনায় তুরস্কে পাইলট ও কর্মকর্তাদের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪১
image

২০১৯ সালে জাপান থেকে নিশানের সাবেক চেয়ারম্যান কার্লোস গোয়েনের নাটকীয় পালানোর ঘটনায় জড়িত থাকায় দুই পাইলট ও এক কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে তুরস্কের একটি আদালত।  একটি বেসরকারি এয়ারলাইন্সে কর্মরত ছিলো তারা। বুধবার ইস্তানবুলের একটি আদালত তাদের প্রত্যেককে চার বছরের কারাদণ্ড দেয়। তবে অপরাধের ঘটনা জানাতে ব্যর্থতার অভিযোগ থেকে খালাস পেয়েছেন দুই ফ্লাইট অ্যাটেনডেন্ট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বাদ্যযন্ত্রের বাক্সের মধ্যে লুকিয়ে লেবাননে পালিয়েছেন জাপানের গাড়ি নির্মানকারী প্রতিষ্ঠান নিশানের সাবেক প্রধান কার্লোস গোয়েন। আর্থিক অসদাচরণের অভিযোগে বিচারের মুখে থাকা গোয়েনকে হলিউড ছবির মতো করে এই পালানতে সাহায্য করার নেপথ্যে ভূমিকা রাখেন তার স্ত্রী। তাকে সহায়তা দিয়েছে একটি গ্রেগরিয়ান গানের দল ও বিশেষ বাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তারা। গোয়েন একটি প্রাইভেট বিমানে করে প্রথমে ইস্তানবুল এবং পরে সেখান থেকে লেবাননের বৈরুতে পালিয়ে যান।

বুধবার দণ্ডিত হওয়া পাইলট নোয়ান পাসিন এবং বাহরি কুতলু সোমেক বরাবরই ওই ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তাদের দাবি, কোন সময়ে গোয়েন তাদের ফ্লাইটে উঠে পড়েছেন সেই বিষয়ে কিছুই জানতেন না তারা। এয়ারলাইন্সের দণ্ডিত কর্মকর্তা ওকান কোসেমেনের দাবি ইস্তানবুলে অবতরণের পরই তিনি গোয়েনের বিমানে থাকার কথা জানতে পারেন তিনি। তিনি স্বীকার করেন যে ইস্তানবুল থেকে বৈরুতে যেতে গোয়েনকে সহায়তা করেছেন তিনি।

তুরস্কের কোম্পানি এমএনজি জেট স্বীকার করে নেয় গোয়েনের পালানোয় তাদের দুইটি বিমান ব্যবহার হয়েছে। কোম্পানিটির দাবি কর্মীদের মিথ্যাচারের কারণেই গোয়েনের নাম ফ্লাইট রেকর্ডে ওঠেনি।

উল্লেখ্য, লেবাননি বংশদ্ভুত কার্লোস গোয়েনের জন্ম ব্রাজিলে। এরপর তার ছোটবেলা কাটে লেবাননের বৈরুতে। পরে উচ্চশিক্ষার জন্য ফ্রান্স ও কর্মক্ষেত্র জাপানে বসবাস করেন তিনি। এর ফলে লেবানন, ব্রাজিল, ফ্রান্স ও জাপানের পাসপোর্ট রয়েছে কার্লোস গোয়েনের। ২০১৮ সালে জাপানে গ্রেফতার হওয়ার আগে তার মোট সম্পদের পরিমাণ ছিল ১২০ মিলিয়ন মার্কিন ডলার। পরে কঠোর শর্তের অধীনে জামিন পেয়ে টোকিওতে নিজ বাসভবনে ছিলেন তিনি। সেখানে গানের দলটি আসলে পালানোর পরিকল্পনা করেন কার্লোস গোয়েন।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে মোমবাতির প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে মোমবাতির প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!