X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

দুই ছাত্রীকে যৌন হয়রানি: রাবি শিক্ষককে ছয় বছর অব্যাহতির সুপারিশ

রাবি প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৬

দুই ছাত্রীকে যৌন হয়রানির দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীকে সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে ছয় বছরের জন্য অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৫০৪ তম সিন্ডিকেট সভায় সেলের সুপারিশটি এজেন্ডা হিসেবে উত্থাপিত হয়। সিন্ডিকেটে শিক্ষক বিষ্ণু কুমার অধিকারীকে আত্মপক্ষ সমর্থনের জন্য কারণ দর্শানোর জন্য সিদ্ধান্ত হয়।

সুপারিশের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম বলেন, দুই ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় আইইআর শিক্ষক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি। আজ সিন্ডিকেট সভায় এটি এজেন্ড হিসেবে উত্থাপিত হয়েছিল। নিয়ম অনুযায়ী বিষ্ণু কুমার অধিকারীকে কারণ দর্শানোর সিদ্ধান্ত হয়েছে। তার বক্তব্য এবং তদন্ত কমিটির ফাইন্ডিংস পরবর্তী সিন্ডিকেটে উত্থাপন করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সুপারিশের বিষয়ে মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলীম ওই সিদ্ধান্তের কথা পুনরুল্লেখ করে বলেন, যৌন নিপীড়নবিরোধী সেলের পক্ষ থেকে ওই শিক্ষকের অব্যাহতিকালীন সময়ে তাকে কোনও প্রমোশন না দেওয়া, চাকরিতে বেতন না বাড়ানো এবং ক্লাস-পরীক্ষা থেকে বিরত রাখার সুপারিশ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৫ ও ২৭ জুন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ ও দ্বিতীয় বর্ষের দুই ছাত্রী বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় ২৫ জুন সন্ধ্যায় ইনস্টিটিউটের পরিচালক আবুল হাসানকে আহ্বায়ক করে এবং অধ্যাপক আকতার বানু ও অধ্যাপক রুবাইয়াত জাহানকে সদস্য করে ইনস্টিটিউটের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই বছরের ২১ জুন তদন্ত কমিটির আহ্বায়ক আবুল হাসান জানান, প্রাথমিক তদন্তে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরবর্তীতে উপাচার্য বিষয়টি তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলকে দায়িত্ব দেন। সম্প্রতি সেলের পক্ষ থেকে বিষ্ণু কুমার অধিকারীকে দায়ী করে কয়েক দফা শাস্তির সুপারিশ করা হয়।

/টিএন/
সম্পর্কিত
নামেই শুধু সরকারি কলেজ, নানা সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম
প্রাথমিক শিক্ষার ঘাটতি কখনও পূরণ হয় না: ডা. বিধান রঞ্জন
নিকলীতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে অনুমোদনহীন কামাল ব্রিকস, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি