X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ইসরায়েলি জাহাজে হামলায় দায়ী ইরান: নেতানিয়াহু

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০২১, ২০:৫৮আপডেট : ০১ মার্চ ২০২১, ২০:৫৮

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ওমান উপসাগরীয় এলাকায় ইসরায়েলি মালিকানাধীন জাহাজে বিস্ফোরণের জন্য দায়ী ইরান। সোমবার তিনি এই অভিযোগ করেন। ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে হামলার শিকার হয় এমবি হেলিওস রে নামের ভেহিক্যাল ক্যারিয়ার জাহাজটি। শুক্রবার সকালে তা জলসীমার উপরে বিস্ফোরিত হয়। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, জাহাজে ছিদ্র হয়ে গেছে উভয় পাশে। ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছে, হামলায় লিমপেট মাইন ব্যবহার করা হয়েছে।

হামলার জন্য তেহরানকে দায়ী করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, এটি যে ইরানের একটি অভিযান ছিল তা একেবারে স্পষ্ট।

ইসরায়েল পাল্টাঘাত করবে কি না জানতে চাইলে নেতানিয়াহু বলেন, আপনারা আমাদের নীতি জানেন। ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু ইরান। আমি পাল্টাঘাতের জন্য বদ্ধপরিকর। আমরা পুরো অঞ্চলে হামলা চালাচ্ছি।

ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়্যিদ খতিবজাদেহ বলেছেন, আমরা এই অভিযোগ তীব্রভাবে প্রত্যাখ্যান করছি। পারস্য উপসাগরের নিরাপত্তা ইসরায়েলের জন্য চরম গুরুত্বপূর্ণ। এমন অভিযোগের মাধ্যমে অঞ্চলটিতে আতঙ্ক ছড়াতে দেব না আমরা।

তিনি আরও বলেন, জায়নদাবি শাসকরা ভালো করেই জানে আমাদের নিরাপত্তা ইস্যুতে আমরা কেমন পদক্ষেপ নেই। ইসরায়েলই এই অঞ্চলে সব অশান্তির মূল।

ইসরায়েলি রেডিও কান জানিয়েছে, রবিবার রাতেই নেতানিয়াহুর সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়েছিল। এর আগেই সিরিয়া দামেস্কতে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে।

ইসরায়েল সিরিয়ায় হামলা চালানোর কথা স্বীকার করেনি। তবে অতীতে সিরিয়ার অভ্যন্তরে ইরানি স্থাপনা বা দেশটির সমর্থিত মিলিশিয়াদের উপর হামলা চালানোর কথা স্বীকার করেছে।

/এএ/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার ব্যস্ত ক্যাফেতে ইসরায়েলি হামলার নৃশংসতা
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক