X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

এমবিএস-এর শাস্তি চান খাশোগির বাগদত্তা

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০২১, ১১:৩৬আপডেট : ০৩ মার্চ ২০২১, ১১:৩৬

খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় এমবিএস নাম পরিচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ‘অবিলম্বে শাস্তি দেওয়ার’ দাবি জানিয়েছেন নিহতের বাগদত্তা হেতিস চেঙ্গিস। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘এটা শুধু ন্যায়বিচারই নিশ্চিত করবে না বরং ভবিষ্যতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিও রোধ করবে।’

ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যাকাণ্ড নিয়ে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর হেতিস চেঙ্গিসের পক্ষ থেকে এমন বিবৃতি এলো।

সৌদি আরব অবশ্য যুক্তরাষ্ট্রের ওই গোয়েন্দা প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। জঘন্য কায়দায় সংঘটিত ওই হত্যাকাণ্ডে নিজের কোনও ধরনের ভূমিকা থাকার কথা অস্বীকার করেছেন এমবিএস।

সোমবার দেওয়া বিবৃতিতে হেতিস চেঙ্গিস বলেন, ‘একজন নিরপরাধ মানুষকে নিষ্ঠুরভাবে হত্যার যিনি নির্দেশ দিয়েছেন সেই যুবরাজকে কোনও ধরনের বিলম্ব ছাড়াই শাস্তি দেওয়া উচিত। তাকে শাস্তি দেওয়া না হলে তা আমাদের সবাইকে বিপদাপন্ন করে তুলবে। এটি হবে মানবতার ওপর একটি দাগের মতো।’

হেতিস চেঙ্গিস একজন তুর্কি শিক্ষাবিদ ও গবেষক। তিনি বিশ্ব নেতৃবৃন্দকে যুবরাজ থেকে দূরত্বে থাকা এবং সৌদি আরবের ওপর নিষেধাজ্ঞার মতো শাস্তি দেওয়ার আহ্বান জানান।

এদিকে গোয়েন্দা প্রতিবেদনে বর্বরোচিত ওই হত্যাকাণ্ডের জন্য এমবিএসকে দায়ী করা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় নিজ দলের মধ্যেই সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠলে নিজেদের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছে বাইডেন প্রশাসন। সম্প্রচারমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি স্বীকার করেছেন, ‘জাতীয় স্বার্থ’ রক্ষার স্বার্থেই এমন সিদ্ধান্ত।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খাশোগিকে টুকরো টুকরো করে হত্যা করে যুবরাজের গুপ্তচররা। রাসায়নিক দিয়ে গলিয়ে দেওয়া হয় তার টুকরো টুকরো দেহাবশেষ। এ ঘটনায় এমবিএস-কে দায়ী করে গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করে বাইডেন প্রশাসন। ৩৫ বছর বয়সী এমবিএস-কে শাস্তির আওতায় না রাখলেও ৭৬ সৌদি নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেছেন, যুবরাজকে নিষেধাজ্ঞার বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, কূটনৈতিক সম্পর্ক আছে, এমন দেশের সরকারপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং রিয়াদের ওপর আসা হুমকি ও রকেট হামলা থেকে সুরক্ষা দেওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

জেন সাকি বলেন, ‘আমরা মনে করি, খাশোগি হত্যার মতো ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে আরও কার্যকর পথ রয়েছে। আর সৌদি আরবের সঙ্গে যেহেতু আমাদের চুক্তি রয়েছে, সে কারণে আমাদের জাতীয় স্বার্থের ব্যাপারও রয়েছে। আসলে কূটনীতি ব্যাপারটা এমনই হয়।’ সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার ব্যস্ত ক্যাফেতে ইসরায়েলি হামলার নৃশংসতা
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক