X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

উবারে যুক্ত হবেন নারী চালকরাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২১, ১৯:৩৬আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৯:৩৬

নারীরা যাতে দক্ষতা অর্জন করার মাধ্যমে উবারের প্ল্যাটফর্মে চালক হিসেবে জীবিকা নির্বাহ করতে পারেন তা নিশ্চিত করতে আন্তর্জাতিক নারী দিবসে ঢাকা ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ‘বেটার ফিউচার ফর উইমেন’ (বিএফডাব্লিউ)-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে উবার।

শনিবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। উবার বাংলাদেশের কান্ট্রি হেড মো. আলী আরমানুর রহমান এবং বিএফডাব্লিউ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুমাইয়া শিমু এই চুক্তি স্বাক্ষর করেন।

প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়, এই অংশীদারীত্বের লক্ষ্য হলো দক্ষতা বৃদ্ধি এবং টেকসই জীবিকা অর্জনের সুযোগ প্রদানের মাধ্যমে সমাজের প্রান্তিক শ্রেণির নারীদের জন্য ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করা। এছাড়াও মার্চের শেষে একটি অনবোর্ডিং মেলার আয়োজন করবে উবার; যেখানে আগ্রহী নারীরা উবার প্ল্যাটফর্মে চালক হিসেবে সাইন আপ করতে পারবেন। উবারের সঙ্গে যোগদান করার পর নারী চালকদের বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদানের জন্য একটি স্বতন্ত্র হটলাইন নম্বর চালু করা হবে।

এই প্রসঙ্গে মো. আলী আরমানুর রহমান বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নীতি ও পরিকল্পনা গ্রহণ এবং সর্বস্তরের নারীদের আর্থিকভাবে স্বাধীন হওয়ার সুযোগ তৈরি করে দিতে উবার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। উবার অ্যাপ ব্যবহার করে জীবিকা নির্বাহের জন্য প্রান্তিক অঞ্চলের নারীদের যে ধরনের দক্ষতার প্রয়োজন সেগুলো বৃদ্ধি করতে বেটার ফিউচার ফর উইমেন-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। আমাদের লক্ষ্য উপার্জন, নিরাপত্তা ও সহায়ক পরিষেবার অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে আমরা আরও নারী চালকদের এই প্ল্যাটফর্মে যুক্ত করতে পারবো। যেনও তারা দেশের পরিবহন খাতে নিজেদের স্থান তৈরি করে নিতে পারেন।’

সুমাইয়া শিমু বলেন, ‘রাইডশেয়ারিং এখন ঢাকা ও বিভিন্ন শহরের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। উবার তাদের রাইডশেয়ারিং প্ল্যাটফর্মে নারীদের যুক্ত করার মাধ্যমে বাংলাদেশি নারীদের জন্য আর্থিক সম্ভাবনা তৈরি করে দেওয়ার যে উদ্যোগ নিয়েছে তাতে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

/এসও/এনএস/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
খিলগাঁওয়ে রিকশাচালকের মরদেহ উদ্ধার
দুর্নীতির মামলায় বিকল্প ধারার সাবেক মহাসচিব আব্দুল মান্নান কারাগারে
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো