X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করছে সরকার

নেত্রকোনা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২১, ০৮:৩৯আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ০৮:৩৯

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করছে সরকার। দ্রুত কৃষি মন্ত্রণালয়ে এই তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তাদের পুনর্বাসন ও সহযোগিতা করা হবে। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম এসব তথ্য জানান।

বুধবার (৭ এপ্রিল) নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে ক্ষতিগ্রস্ত বোরো জমি পরিদর্শন করেন মো. মেসবাহুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে আমি হাওরে এসেছি। সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও সহযোগিতায় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। ক্ষয়ক্ষতির পরেও বোরো জমিতে ফসলের যে অংশ ভালো রয়েছে সে অংশটুকু কৃষকের ঘরে তোলার ব্যবস্থা সরকার করে দেবে। বর্তমান সরকার কৃষকবান্ধব। কৃষক বাঁচলে বাঁচবে দেশ। তাই সরকার কৃষকদের পাশে আছে।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডা. মো. শাহজাহান কবির, নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রায়হানুল হক, ওসি (তদন্ত) উজ্জল কান্তি শিকদার, ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম (ছদ্দু), নূরুল আলম তালুকদার, ফখর উদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, গত রবিবার রাতে কয়েক মিনিটের তপ্ত লু কালবৈশাখী ঝড়ো হাওয়ায় হাজারো কৃষকের স্বপ্ন মুহূর্তে বিলীন হয়ে গেছে। সোমবার সকালে বোরো জমিতে গিয়ে কৃষকরা দেখতে পান, শীষে ধান নেই, জমিতে শুধু ধান গাছ দাঁড়িয়ে আছে। নেত্রকোনার হাওরাঞ্চল মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি উপজেলার হাওর পাড়ের অধিকাংশ কৃষক পরিবারে এখন ফসল হারানোর হাহাকার। 

আরও পড়ুন-

কিছু সময়ের গরম বাতাসেই সব শেষ!

কৃষকের কান্নায় ভারী হয়েছে হাওরের আকাশ

কয়েক মিনিটের তাণ্ডবে হাজারো কৃষকের স্বপ্নভঙ্গ

কৃষকদের পাশে থাকবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি