X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রেমডেসিভির রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০২১, ২৩:০১আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২৩:৩০

করোনাভাইরাসে আক্রান্তের চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টি-ভাইরাল ওষুধ রেমডেসিভির রফতানি নিষিদ্ধ করেছে ভারত। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকার প্রেক্ষাপটে রবিবার এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

এক বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় সরকার জানায়, রেমডেসিভির ইনজেকশনের চাহিদা ক্রমশ বাড়ছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ভারত সরকার ইনজেকশন রেমডেসিভির এবং রেমডেসিভির অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল উপাদান (এপিআই) রফতানি নিষিদ্ধ করেছে।

জটিল রোগে আক্রান্ত বয়স্করা করোনা সংক্রমিত হলে তাদের রেমডেসিভির দেওয়া হয়। ভারতের ন্যাশনাল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট প্রটোকল ইতোমধ্যে কোভিড-১৯-এর চিকিৎসায় রেমডেসিভিরকে তালিকাভুক্ত করেছে। সাতটি ভারতীয় সংস্থা মার্কিন কোম্পানির কাছ থেকে স্বেচ্ছাভিত্তিক লাইসেন্স চুক্তির মাধ্যমে ইনজেকশন রেমডেসিভির তৈরি করছে।

ভারতের আরও বেশি মানুষ যাতে রেমডেসিভির পেতে পারেন, তা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। পাশাপাশি মজুতদার এবং বিতরণকারীর বিস্তারিত বিবরণ নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করার জন্য রেমডেসিভির উৎপাদনকারীদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া সঙ্গে ওষুধ পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তাকে মজুত যাচাই করতে বলা হয়েছে। যেকোনও ধরনের ত্রুটি পরীক্ষা করার পাশাপাশি বেআইনি মজুত ও কালোবাজারি বন্ধ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় নিতিন গড়করি রবিবার মহারাষ্ট্রে ওষুধের ঘাটতি বিবেচনায় নাগপুরে ১০ হাজার ইনজেকশন দেওয়ার ব্যবস্থা করার জন্য সান ফার্মার প্রধানের সঙ্গে আলোচনা করেন। ৯ এপ্রিল মধ্যপ্রদেশে ওষুধের জন্য দোকানের বাইরে লম্বা লাইন দেখা যায়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও ওষুধ না পেয়ে অনেকেই বিক্ষোভ করেন, রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান ক্রেতারা।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা