X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

আশা নিয়ে সৌদি এয়ারলাইনসের সামনে প্রবাসীদের ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২১, ১৬:৩৯আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৬:৩৯

দেশে আটকে পড়ার আতঙ্কে সৌদি আরব প্রবাসীরা হাজির হচ্ছেন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের অফিসের সামনে। রবিবার (১৮ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের অফিসের সামনে সকাল থেকেই জড়ো হতে থাকেন প্রবাসীরা।

দিনাজপুর থেকে এসেছেন জহুরুল ইসলাম। তিনি বলেন, ‘আমার ২১ এপ্রিল ফ্লাইট, এখন আমি যেতে না পারলে বিপদে পড়বো। কারণ আমার ভিসার মেয়াদ ২৫ এপ্রিল শেষ হবে। তাই ঢাকায় এসেছি, কিন্তু এখনও নিশ্চিত করে কিছু জানতে পারিনি।’

এদিকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার থেকেই টিকিট রি-ইস্যু করা হচ্ছে। ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত যাদের টিকিট ছিল, তাদের নতুন টিকেট দেওয়া হচ্ছে। ২০ এপ্রিলের পরের টিকিটধারীদের বিষয়ে পরে জানানো হবে। টিকিট রি-ইস্যু করতে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে না।

. তবে যাদের ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত যাদের টিকিট আছে, তারা সহজেই টিকিট পাচ্ছেন। জামিল হোসেনের ফ্লাইট ছিল ১৫ এপ্রিলের। তিনি পেয়েছেন ১৯ এপ্রিলের ফ্লাইটের টিকিট। জামিল হোসেন বলেন, ‘বেশ ভোগান্তি হয়েছে ফ্লাইট বন্ধ করায়। তারপরও টিকিট পেয়েছি, এখন কাজে ফিরতে পারবো।’

১৬ এপ্রিল রাতে রাতে মন্ত্রী পর্যায়ের অনলাইন বৈঠকে সিদ্ধান্ত হয়,  ১৭ এপ্রিল থেকে ২০ এপ্রিল পাঁচটি দেশে ফ্লাইট প্রবাসীদের কাজে ফেরাতে ফ্লাইট পরিচালনা করবে ১২টি এয়ারলাইন্স। এই পাঁচটি দেশ হচ্ছে— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর। ১২টি এয়ারলাইন্স হচ্ছে– বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স, ওমান এয়ার, সালাম এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ইতিহাদ, এয়ার অ্যারবিয়া, এয়ার অ্যারাবিয়া আবুধাবি, ফ্লাই দুবাই এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স।

তবে ২০ তারিখের পরে যাদের ফ্লাইট তারাও অনিশ্চয়তায় হাজির হচ্ছেন এয়ারলাইন্সের অফিসে। আশরাফুল হক সৌদি প্রবাসী, আগামী ২৫ এপ্রিলের ফ্লাইটের টিকিটও আছে তার কাছে। কিন্তু তিনি এখন অনিশ্চয়তায়। তার প্রশ্ন ২০ এপ্রিলের পর আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলবে তো। এমন প্রশ্ন সৌদি প্রবাসীসহ অন্যদেরও। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা দেয়নি সরকার। তবে দেশে লকডাউনের সময়সীমা বাড়লে সে সময়ে ফ্লাইট বন্ধ রাখা হতে পারে। একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার কেবিনেট সচিব মহোদয়ের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হবে। সেখানে এসব বিষয়ে আলোচনা হবে। তারপর সিদ্ধান্ত হবে।’

ছবি: নাসিরুল ইসলাম

 

 

/সিএ/এমএএ/
সম্পর্কিত
মগবাজারে হোটেলে একই পরিবারের তিন জনের মৃত্যু: কেয়ারটেকার গ্রেফতার
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু: ময়নাতদন্তে বিষক্রিয়ার সন্দেহ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক